ফরিদপুরের মধুখালীতে সদ্য যোগদানকৃত ইউএনও রওশনা জাহান বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, ছাত্র জনতা, বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এক মত বিনিময় সভা করেছেন।
সোমবার (১ ডিসেম্বর) বিকালে নবাগত ইউএনও রওশনা জাহান এর সভাপতিত্বে তার কার্যালয়ে মত বিনিময় সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী ইউএনও আবু রাসেল।
মধুখালী সহকারী কমিশনার ভূমি এরফানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী রাকিব হোসেন ইরান, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লা, উপজেলা জামাত ইসলামীর আমীর মাওলানা আলিমুজ্জামান,শিক্ষক নেতা মোঃ ফরিদুল মনসুর, ইসলামী আন্দোলন নেতা আশরাফুল মন্ডল, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক,উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাও বিভিন্ন দলের নেতৃবৃন্দসহ সাংবাদিক উপস্থিত ছিলেন।