ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মনোনীত প্রার্থী আকরামুজ্জামান গণসংযোগ করেছেন।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সালথা বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে আপেল প্রতীকের লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আকরামুজ্জামান বলেন, নির্বাচিত হলে তিনি সর্বপ্রথম এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন। মানুষ যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে এবং সমাজে হিংসা, বিদ্বেষ ও মারামারি না থাকে—সে পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।
তিনি আরও বলেন, নগরকান্দা ও সালথা উপজেলায় শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন নিশ্চিত করা হবে। কৃষিনির্ভর এই অঞ্চলে কৃষকদের দুর্দশা লাঘবে সরকারিভাবে প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা দেওয়া হবে এবং এলাকাটিকে কৃষিপ্রধান অঞ্চলে রূপান্তর করা হবে।
মাদক প্রসঙ্গে তিনি বলেন, যারা মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত, তাদেরকে ভালোবাসা ও মানবিক আচরণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
এ সময় ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।