ফরিদপুরের মধুখালীতে বালুভর্তি ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছে।
রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের তারাপুর গ্রামের মোঃ কিবরিয়া শেখের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঐ শ্রমিক তার কর্মস্থল জুবায়ের ফুট ওয়্যার লিমিটেডে ডিউটির উদ্দেশ্যে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বের হয়। মোটরসাইকেলের গতি বেপরোয়া থাকায় ইউনিয়নের আড় কান্দির মোড়ে আসলে সামনে থেকে আসা একটি বালুভর্তি ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল টি দুমড়ে মুছড়ে যায়, মোটরসাইকেলে থাকা শ্রমিককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি, পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।