হুসাইন আহমদ কবির, মুকসুদপুর
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি কাউন্সিলের দীর্ঘ ৯ মাস পর অনুমোদন পেল। গত বছরের ৭ সেপ্টেম্বর ২০২২ ইং উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন উপলক্ষে ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সাবেক কমিটির সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলম শিকদারকে সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান টুটুলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার দীর্ঘ ৯ মাস পর উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি আলোর মুখ দেখল।
অবশেষে গত শুক্রবার ( ১৯ মে) প্রস্তাবিত কমিটি মোঃ রবিউল আলম শিকদারকে সভাপতি ও মোঃ সাইদুর রহমান টুটুলকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জি,এম সাহাবুদ্দিন আজম। কমিটিতে সহসভাপতি পদে রয়েছেন ০৯ জন। তারা হলেন, শ্যামল কান্তি বোস, মোঃ সিরাজুল ইসলাম মিয়া, হুজ্জাত হোসেন লিটু মিয়া, মোঃ দেলোয়ার হোসেন মোল্যা, তাপসী রানী বিশ্বাস, সন্তোষ কুমার সাহা, অধীর কুমার সাহা, এস,এম জাহিদুর রহমান, মফিজুর রহমান ফরিদ মুন্সী। কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছেন এম.এম. মহিউদ্দন আহাম্মেদ মুক্তু, মুহাম্মদ সাব্বির খান ও এনায়েত হোসেন। সাংগঠনিক সম্পাদক, কৃষিবিদ সাহাদাৎ হোসেন, মোঃ আমিনুর রহমান পল্টু ও মোঃ রিয়াজ মিনা। পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশের পর শনিবার ( ২০ মে) সাংগঠনিক সম্পাদক, কৃষিবিদ সাহাদাৎ হোসেন বলেন, নবীন ও প্রবীণের সমন্বয়ে দলের ত্যাগী নেতাদের নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বর মোহাম্মাদ ফারুখ খান এম,পি মুকসুদপুরবাসীকে উপজেলা কমিটি উপহার দিয়েছেন। আশা করি এ কমিটি দলের সাংগঠনিক কার্যক্রমের গতি আরও বাড়াতে কাজ করবে। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান টুটুল বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদর্শ বুকে ধারণ করে নবগঠিত কমিটির সকল সদস্য, সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সঙ্গে নিয়ে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করা হবে।