ফরিদপুরের মধুখালী উপজেলার গড়াই মধুমতি নদী পাড়ের অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার ১৭ই জানুয়ারি সকালে উপজেলার কামারখালী ইউনিয়নের গড়াই মধুমতি নদী ভাঙ্গন এলাকা -ফুলবাড়ি মসলন্দপুর, গন্ধখালি ও দয়ারামপুর গ্রামের শতাধিক অসহায় মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
বন্ধন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কর্তৃক কম্বল বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধনের সভাপতি মো. মিজানুর রহমান, সদস্য সচিব উত্তম কুমার বকসী, মো.দাউদুর রহমান, সাংবাদিক মৃধা রাকিবুল হাসান রকিব, আবু নাঈম, আরিফুল ইসলাম, কনটেন্ট ক্রিয়েটার জেসি মিরাজ, নিশানসহ স্থানীয় ব্যক্তিবর্গ।