সোনাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে শুক্রবার রাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফুকরা বাজার পাড়ায় মোঃ সেলিম মাতুব্বরের উঠানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব ডাঃ মোঃ কাওছার আলী, সঞ্চালনা করেন মোঃ রুহুল মোল্যা। বিশেষ অতিথি ছিলেন এ্যাডভোকেট এ. আর. লিটন, সমাজসেবক মুহাঃ ছরোয়ার হোসেন ও সাবেক সভাপতি মুহাঃ আজিজুল হক। দোয়া মাহফিলে দেশনেত্রীর জীবনাদর্শ নিয়ে আলোচনা হয় এবং স্থানীয় ভোটাররা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
দোয়া মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং সর্বশেষ আল্লাহর দরবারে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।