ফরিদপুরের মধুখালীতে এক মুদী ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
উপজেলার নওপাড়া ইউনিয়নের আলগা পাড়া গ্রামের ব্যবসায়ী আক্কাচ আলী নওপাড়া বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় এলাকার বিদু মোল্লার বাড়ির নিকট পৌঁছালে নওপাড়ার পরশ উল্লাহর দুই ছেলে মাদক ব্যবসায়ী ও দুর্ধর্ষ সন্ত্রাস ইলিয়াস ও রুস্তম তার গতিরোধ করে প্রথমে দা দিয়ে মাথায় ও পায়ে কোপ মারে।পরে হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। সন্ত্রাসীরা আক্কাস আলীর পকেটে থাকা নগদ ৩৫ হাজার টাকা ও ব্যবসায়িক কাগজপত্র নিয়ে পালিয়ে যায়।
তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
শনিবার সকালে ভুক্তভোগী আক্কাস মোল্লার ছেলে ইদ্রিস আলী জানান, রুস্তম ও ইলিয়াস এরা দুজনেই মাদক সেবন ও ব্যবসা করে। কিছুদিন আগে আমার এন্ড্রয়েড মোবাইল সেট ইলিয়াসের ছেলে চুরি করে ধরা পড়ে।
বিষয়টি নিয়ে আমি থানায় অভিযোগ দিলে তারা ক্ষিপ্ত হয়ে গত বুধবার সকালে আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। লোকজন টের না পেলে বাবাকে ওরা মেরে ফেলতো। এ সময় বাবার পকেটে থাকা নগদ টাকাসহ মূল্যবান কাগজ পত্র ছিনতাই করে নেয়। তিনি বলেন আমি মধুখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির ফকির তাইজুর রহমান বলেন -অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। বর্তমানে আহত আক্কাস আলী মোল্লা মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।