আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ তল্লাশি অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় ও সোনাপুর বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাস থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই এবং যাত্রীদের ব্যাগ তল্লাশি করা হয়।
সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ বলেন, “সালথা একটি সংঘর্ষপ্রবণ এলাকা। নির্বাচন সামনে রেখে সহিংসতা বাড়ার আশঙ্কা ছিল। সেনাবাহিনী মাঠে নামায় মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং নিরাপত্তার অনুভূতি জাগেছে।”
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খাঁন জানান, “অপরাধ নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা বজায় রাখতে আমরা সেনাবাহিনীর সঙ্গে সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করছি। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানুষের মধ্যে ভীতি কমানো হচ্ছে।”
সালথা ক্যাম্প কমান্ডার মেজর মুহাম্মদ সাফায়েত মাহমুদ বলেন, “সালথা উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। চেকপোস্ট ও যৌথ অভিযান মাধ্যমে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, সন্ত্রাসী ও ফেরারি আসামি গ্রেপ্তার করা হবে। নির্বাচনে বাধা প্রদানের চেষ্টা বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে কঠোরভাবে দমন করা হবে।”