বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফুকরা পশ্চিম পাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) রাত ৮টায় সোনাপুর ইউনিয়নের ফুকরা পশ্চিম পাড়ায় স্থানীয় মাওলানা আজিজুল হক—সাবেক সভাপতি, সোনাপুর ইউনিয়ন বিএনপির উঠানে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা নিজামুদ্দীন সাহেব। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ আক্কাস আলী। দোয়া মাহফিলের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাজী মো. ডা. কওছার আলী, অ্যাডভোকেট এ. আর. লিটন ও বিশিষ্ট সমাজসেবক মুহা. ছরোয়ার হোসেন।
আলোচনায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচন, ভোটাধিকার প্রতিষ্ঠা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং এলাকার উন্নয়ন প্রসঙ্গে বক্তব্য রাখেন। সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আজিজুল হক বলেন, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনে ভবিষ্যতে দলের জন্য ইতিবাচক ফল আসতে পারে।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মো. মোস্তফা মাতুব্বর, মো. ফজলু মাতুব্বর, মো. দেলোয়ার হোসেন, মো. ছেকেন মাতুব্বরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় স্থানীয় ভোটাররা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়, যা পরিচালনা করেন মাওলানা নিজামুদ্দীন সাহেব।