বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম (রিংকু) বলেছেন, বিএনপি কখনও প্রতিহিংসার রাজনীতি করে না।
তিনি বলেন, “আমার জন্মের পর থেকে আমি দেখে এসেছি—আমার বাবা, বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান কখনও বিরোধী দল বা ভিন্ন মতের মানুষকে জেলে ভরেননি কিংবা নির্যাতন করেননি।”
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামে এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শামা ওবায়েদ বলেন, তিনি আজীবন মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে রাজনীতি করছেন। বাবার মৃত্যুর পরও তিনি সালথা ও নগরকান্দার মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন উল্লেখ করে বলেন, এই এলাকায় সব ধর্ম, দল ও মতের মানুষ নিরাপদ। এখানকার মসজিদ ও মাদ্রাসার বিভিন্ন সমস্যা সমাধানে তাঁর বাবা সবসময় আলেম সমাজের পাশে ছিলেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন—বিএনপি সরকার গঠন করলে দেশের প্রতিটি মসজিদের ইমাম ও মাদ্রাসার দায়িত্বপ্রাপ্তদের জন্য সরকারি ভাতা চালু করা হবে, যা অতীতে কোনো সরকার দেয়নি।
এলাকাবাসীর উদ্দেশে শামা ওবায়েদ বলেন, দুর্নীতি, মাদক, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মা-বোন ও শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে আগামী ১২ তারিখে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
মো. কাওছার মাতুব্বরের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট আজিজুর রহমান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মুহাম্মদ ছরোয়ার হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।