ফরিদপুর জেলার মধুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেলের সভাপতিত্বে উপজেলা আইন-শৃঙ্খলা ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এরফানুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. মামুন হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী রাকিব হোসেন ইরান, সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, মধুখালী থানার এস আই মোঃ রুস্তম আলী,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।