গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কৃষ্ণাদিয়া বাগুমৃধা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত বেলায়েত মৃধার মৃত্যুবার্ষিকী আজ। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা শিক্ষকরা কেউই দিনটি স্মরণ করেননি। কোনো আনুষ্ঠানিকতা তো নয়ই, ছোট্ট একটি দোয়া মাহফিলও হয়নি।
১৯৬২ সালে মুকসুদপুরের কৃষ্ণাদিয়া গ্রামের সম্ভ্রান্ত মৃধা পরিবারে জন্মগ্রহণ করেন বেলায়েত মৃধা। তিনি ১৯৮৬ সালে তাঁর পিতা বাগুমৃধার নামে নিজস্ব জমি ও অর্থ ব্যয়ে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। উদ্দেশ্য ছিল—গ্রামের প্রতিটি শিশু যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়। ২০১৪ সালে তিনি মৃত্যুবরণ করেন।
আজ, তাঁর মৃত্যুবার্ষিকীতে স্কুলে নীরবতা বিরাজ করছে। এতে স্থানীয় বাসিন্দা ও প্রাক্তন শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, যে মানুষটি নিজের শ্রম ও সম্পদ দিয়ে বিদ্যালয়ের ভিত্তি স্থাপন করেছিলেন, তাঁকেই আজ অবজ্ঞা করা হচ্ছে।
প্রতিষ্ঠাতার কন্যা মিতা আহমেদ বলেন, > “আমার বাবা এই বিদ্যালয়ের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। অথচ আজ তার মৃত্যুদিনেও কেউ তাকে স্মরণ করে না—এটা আমাদের পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক।”
তিনি আরও অভিযোগ করেন, বর্তমান প্রধান শিক্ষক গোলাম মাওলা ও তাঁর স্ত্রী সহকারী গ্রন্থাগারিক মুক্তা বেগম কোনোদিনও প্রতিষ্ঠাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেননি। এর প্রভাবেই শিক্ষক সমাজও নীরব থাকেন বলে দাবি তাঁর।
স্থানীয় শিক্ষানুরাগীদের মতে, একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাকে স্মরণ করা কেবল শ্রদ্ধার বিষয় নয়—এটি ইতিহাস জানার একটি প্রয়োজনীয় মাধ্যমও। নতুন প্রজন্ম যেন জানতে পারে কার স্বপ্ন, ত্যাগ ও প্রচেষ্টায় এই বিদ্যালয়ের জন্ম, তা নিশ্চিত করাই কর্তৃপক্ষের দায়িত্ব।
তাদের দাবি, বিদ্যালয় কর্তৃপক্ষের উচিত প্রতি বছর নিয়মিতভাবে প্রতিষ্ঠাতার স্মরণে দোয়া মাহফিল, আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করা। এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে কৃতজ্ঞতার বোধ সৃষ্টি হবে এবং তাঁরা অনুপ্রাণিত হবে নিজেদের সমাজ ও শিক্ষাক্ষেত্রে অবদান রাখার জন্য