পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুরের রাজৈর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার উপজেলার টেকেরহাট তালুকদার ডিজিটাল প্লাজার পার্টি সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের আহবায়ক আলহাজ্ব নাজমুল হোসেন বাসুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলার টেকেরহাট আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা দেলোয়ার হোসেন আনসারী (পীর সাহেব) এর সুযোগ্য নাতী আলহাজ্ব হজরত মাওলানা মেহেদী হাসান।
এসময় সমন্বয়কারী এমারত আকন, সদস্য সচিব শেখ মোস্তাফিজুল হক নাদির, সাংবাদিক খোন্দকার আবদুল মতিন, জাহাঙ্গীর আলম, টুটুল বিশ্বাস, নজরুল ইসলাম, মোনাসিফ ফরাজী সজীব, মাসুদুর রহমান, শহীদুল আলম, হারুন উর রশিদ, অনাদি কুমার মন্ডল, সুবল মজুমদারসহ রাজৈর ও মাদারীপুরের সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শেখ আসাদুল হক সনেট।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণে এবং ফিলিস্তিনের শান্তির জন্য দোয়া করা হয়।