সন্ধো নয় দন্ধো নয় পক্ষপাতিত্ব নয় যোগ্যপ্রার্থীর ধানের শীষের মনোনয়ন চাই। এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা প্রচারের লক্ষ্যে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
(২৭ অক্টোবর) বৃহস্পতিবার বিকালে বালিয়াকান্দি বাজারে ছোট বড় সকল ভোটার ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণের সময় বালিয়াকান্দি উপজেলা সাবেক কৃষক দলের সভাপতি আব্দুর রব, বালিয়াকান্দি উপজেলা উলামাদলের সভাপতি মোঃ রুহুল আমিন ভূইয়া, সাবেক ছাত্রদলের সভাপতি রোকনুজ্জামান শাহিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুজ্জামান লিটনের সঞ্চালনায় বালিয়াকান্দিতে অনান্য নেতাকর্মীরা বক্তব্য বলেন, আমরা ধানের শীষের পক্ষে সমর্থন বৃদ্ধিসহ ব্যারিষ্টার কাজী রহমান মানিককে যোগ্যমনে করেছি, তাই আমরা কাজী মানিকের পক্ষে লিফলেট বিতরণ করছি। সকল নেতাকর্মীরা উপস্থিত থেকে লিফলেট বিতরণ করেন ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।