ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর পুলিশ সুপার মো. নজরুল ইসলাম পিপিএম, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকালে উপজেলার স্থানীয় ডুমাইন ইউনিয়নের পঞ্চ পল্লী কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন কালে এক আলোচনা সভায় প্রধান অতিথি জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ এখানে হিন্দু মুসলিম ভাগাভাগির কোন সুযোগ নেই, সকলের অধিকারই সমান,”আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন”সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
তিনি আরো বলেন একই সাথে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে,ভোট আপনার মৌলিক অধিকার, অবশ্যই আপনারা ভোটকেন্দ্রে যাবেন এবং পছন্দমত ব্যক্তিকে ভোট দিবেন।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, উৎসবমুখর এ নির্বাচন অবাধ নিরপেক্ষ এবং সকলের অংশগ্রহণমূলক নির্বাচন,ভোট একটি বড় কর্মযজ্ঞ, আপনাদের সহযোগিতা নিয়েই আমরা একটি সুষ্ঠ সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।
মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে প্রশাসনিকভাবে মধুখালী থানা পুলিশ সর্বাত্মক সহযোগিতা দেবে। একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন সম্পূর্ণ করার লক্ষে বর্তমান সরকার বদ্ধপরিকর, নির্বাচন সুষ্ঠু ভাবে সফল করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, মধুখালী সার্কেল এ এসপি আলী আজম, বীর মুক্তি যোদ্ধা আনোয়ার বিশ্বাস,বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা শাহ কুতুবুলআলম,স্বপন,সাংবাদিক,শিক্ষক জনপ্রতিনিধি সহ স্থানীয় এলাকাবাসী।