ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন থেকে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে মধুখালী থানা পুলিশ।
শুক্রবার ৯ জানুয়ারী রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বেচাকেনার সময় বাগাট ইউনিয়নের গোয়াইল পাড়া গ্রাম থেকে ৬০ পিছ ইয়াবাসহ ফরহাদ লস্কর বকুল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে মধুখালী থানার পুলিশ।
মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে আমরা উপজেলার বাগাট গোয়াইল পাড়া গ্রাম থেকে মাদক বেচা কেনার সময় ফরহাদ লস্কর বকুল ( ২২) নামে এক জনকে আটক করি।
এ সময় অপর দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়, আটকৃত ফরহাদ লস্কর বকুল এর স্বীকারোক্তি অনুযায়ী পলাতক দুই মাদক ব্যবসায়ী সহ
তিন জনের নামে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ এর ( ১) সারনির ১০ এর (ক) ৪১ ধারায়
নিয়মিত মামলা দেওয়া হয়। আসামীরা হলেন-ফরহাদ লস্কর বকুল ( ২২) পিতা, আজিজুর রহমান সাং বাগাট মুন্সিপাড়া, ওবায়দুল শেখ (৪৫) পিতা- শাজাহান শেখ, সাং বাগাট গোয়াইল পাড়া, সজিব ফকির (২১) পিতা- রবিউল ফকির সাং বাগাট গোয়াইলপাড়া, মধুখালী মামলা হয়, মামলা নং ০৭, তাং-৯/০১/২৬ । শনিবার আটককৃত একজনকে উদ্ধারকৃত ইয়াবা সহ ফরিদপুর জেল হাজতে পাঠানো হয়েছে।