ফরিদপুরের সালথায় মরহুম কেএম ওবায়দুর রহমান ৮দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ইং এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া ফুটবল মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
বিএনপি নেতা আতিকুর রহমান মোল্লার সভাপতিত্বে ও যুবদল নেতা মাহফুজুর রহমান মাহফুজ খাঁন এর সার্বিক তত্ত্বাবধানে ও উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. নাসির মাতুব্বরের সঞ্চালনায় ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান।
অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মুরাদ মাতুব্বর, ইদ্রিস আলী মোল্যা, আব্দুর রব, যুবদল নেতা শাফিকুল ইসলাম, মিরান হুসাইন, আমিনুল ইসলাম বিশুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়াকে প্রাধান্য দিতে হবে। কারন ক্রীড়া জগতে আমাদের যুব সমাজ এবং ছাত্র সমাজকে অনুপ্রাণিত ও উৎসাহ করতে পারি তাহলে আমাদের যুব সমাজ সকল প্রকার সামাজিক অপরাধ ও মাদক থেকে দূরে থাকবে।
তিনি আরো বলেন, সব সময় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী দল বিএনপি ক্রীড়াকে প্রাধান্য দিয়েছে। এছাড়াও গ্রাম্য যে খেলা গুলো রয়েছে আমাদের দল সেগুলোকেও সব সময় প্রাধান্য দিয়ে এসেছে। আগামী সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে স্পোর্টস ক্লাব করে দেওয়া হবে। এবং সেখান থেকে যুবকদের ক্রিকেট ফুটবলসহ সব ধরণের খেলার সরঞ্জাম ও ট্রেনিং প্রদান করা হবে।
খেলায় খান মেডিকেল ফুটবল একাদশ বনাম ফরিদপুর নিউ লাইফ হাসপাতাল ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ফরিদপুর খান মেডিকেল ফুটবল একাদশ (০১) ফরিদপুর নিউ লাইফ ফুটবল একাদশ একাদশকে (০) গোলে হারিয়ে খান মেডিকেল ফুটবল একাদশ জয় লাভ করে।