ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে পাড়া ভিত্তিক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১০ জানুয়ারি) রাত ৮টায় ইউনিয়নের ফুকরা দক্ষিণ পাড়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মোঃ ফজলু মাতুব্বরের উঠানে আয়োজিত এ উঠান বৈঠকে মোঃ সাহিদ মাতুব্বরের সভাপতিত্বে এবং মোঃ ফজলু মাতুব্বরের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মুহা. ছরোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট এ. আর. লিটন। বক্তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার প্রতিষ্ঠা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং এলাকার উন্নয়ন প্রসঙ্গে বক্তব্য দেন।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মোঃ মোস্তফা মাতুব্বর, মোঃ টুকু মিয়া, মোঃ তারা মিয়া, মোঃ সাহজাহান মাতুব্বর, ফারখ মাতু:, মোঃ সাব্বির মাতু:, আইয়ুব মাতুঃ, মোঃ জালাল মাতুব্বর, মোঃ নুরু মিয়া, আব্দুল হাই মাতুঃ এবং আব্দুল আলী প্রমুখ।
এ সময় স্থানীয় ভোটাররা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমেই একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব।
উঠান বৈঠকে সোনাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফুকরা দক্ষিণ পাড়ার স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে স্থানীয়দের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।