1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে প্রতিমা ভাঙচুরের অভিযোগে আটক ১ সদরপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত ‘পদ্মা সেতুতে নিয়ে টুস করে ফেলে দেওয়ার’ বক্তব্যে শেখ হাসিনার নামে মামলা মুকসুদপুরে দিনভর ঝিরিঝিরি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত দুই দিন ধরে বিদ্যুৎহীন মুকসুদপুর, দুর্ভোগে জনজীবন গোপালগঞ্জে হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত, আহত ৫০ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জনগণের সেবা দেয়ার জন্যই সরকার আমাকে পাঠিয়েছে : জেলা প্রশাসক ফরিদপুর ফরিদপুরে সাড়ে তিন বছর পর হত্যা মামলা দায়ের, চেয়ারম্যানকে আসামী করার প্রতিবাদ রাজবাড়ীর নবনিযুক্ত ডিসি মনোয়ারা বেগমের নিয়োগ বাতিল

প্রবাসীর স্ত্রীর জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নেওয়ার অভিযোগ

আলফাডাঙ্গা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১৮২ Time View

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নে টোনারচর গ্রামে বীর মুক্তিযোদ্ধা মুনজু মিয়ার বিরুদ্ধে প্লট আকারে জমি থেকে মাটি কেটে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় একই উপজেলার জাটিকগ্রাম পশ্চিমপাড়া সৌদি প্রবাসী আজিজ শেখ এর স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা পৌরসভা ৮ নং ওয়ার্ডের ফায়ার সার্ভিসের পাশে গত ২৪ জুলাই আজিজ শেখের জমি থেকে ভেকু দিয়ে মাটি কাটিয়া অন্যত্র বিক্রি করে দেয়। সরজমিনে জানা যায়,বিগত ২০০৯ সাল মিঠাপুর মৌজা বি এস খতিয়ান ১৭১,হাল দাগ নং ১২, শতাংশ ৮ আজিজের নামের দলিল হয়। তারপর থেকে তারা দখলে আছে।পার্শ্ববর্তী বিএস খতিয়ান ১৭১,হাল দাগ নং ১৪ বীর মুক্তিযোদ্ধা মুনজু মিয়া জমি খরিদ করে দখলে রয়েছে। হঠাৎ করে বীর মুক্তিযোদ্ধার সাইনবোর্ডে মুনজু মিয়া প্রবাসীর স্ত্রী রোকেয়াকে না জানিয়ে জোরপূর্বক জমি থেকে গর্ত করে মাটি কেটে বিক্রি করে দেয়। রোকেয়া বেগম বলেন, স্বামী বিদেশ থাকায় এ ঘটনা সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে বাধা দিলে মুনজু মিয়া আমাকে ভয় ভীতি দেয়। পুনরায় মাটি কেটে নেয়ার হুমকি দেয়। আমি এর সুষ্ঠু বিচার চাই। এদিকে বীর মুক্তিযোদ্ধা মুনজু মিয়া বলেন,আমাদের মধ্যে আপোষের কথাবার্তা হয়েছিল তাই জমি থেকে মাটি কেটেছি। তবে বাঙালী সময়ের সাংবাদিক আরো প্রশ্ন করলে বলেন, আমাদের মধ্যে কোন লিখিত আপোষ নাই।আমার জমির পূর্বের মালিক নয়ন দলিলে নকশা বা চোহরদি করে জমি বিক্রি করেছে।
উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হক বলেন,রোকেয়া বেগম একটি লিখিত অভিযোগ পেয়েছি।সঠিক তদন্ত করে সুষ্ঠু সমাধান দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
Developed By : JM IT SOLUTION