ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অফিস করেন বাসায় বসে এমন অভিযোগ উঠেছে। গত রবিবার (২ ফেব্রুয়ারী ) বিকেল তিনটায় অফিসে গিয়ে দেখা যায় সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকারকে নিজ কার্যালয়ে পাওয়া যায়নি।যা তথ্যের সত্যতা মেলে।
অফিস সূত্রে জানা যায়, তিনি গত ১৯ জানুয়ারি ২০২৫ তারিখে সমাজসেবা অফিসে নতুন কর্মস্থলে যোগদান করেন। এরপর ২৭ জানুয়ারি ও ৩০ জানুয়ারি জেলা প্রশাসকের আগমন উপলক্ষে উপস্থিত থেকে অফিস করেন। ১১ কর্ম দিবসের মধ্যে তিন দিন অফিসের করেন তিনি । আরো জানা যায়, তিনি ৪৩ ব্যাচের বিসিএস-এ, নন ক্যাডারে সমাজ সেবা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। কি কারনে নিজ কর্মে অমনোযোগী হয়েছে অনেকেই কৌতুহলে বসত নানান মন্তব্য করেন।
ভুক্তভোগী মর্জিনা বেগম বিধবা ভাতা কার্ড (এমআইএস ০২২৯০০১৫২৭৯) ঠিক করতে কয়েকবার অফিসে এসে কর্মকর্তাকে না পেয়ে খালি হাতে চলে যায়।স্বামী হারা রহিমা খাতুন আরেক ভুক্তভোগী অসহায়ত্ব হয়ে দিনের পর দিন অফিসে এসে বসে থেকে চোখের পানি ফেলে মুছতে মুছতে চলে যেতে হয়েছে।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো.আজিজুর রহমান বলেন, স্যার বলেছে তিনি অসুস্থ এজন্য হয় তো মাঝে মধ্যে অফিস করেন না। ডিডি স্যারকে আপনারা ফোন করার পর আমাকে এই বিষয় নিয়ে ফোন করেছিল। আমি ডিডি স্যারের উত্তরে বলেছি স্যার অফিসে আসেন নাই।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকারকে মুঠোফোনে একাধিকবার কল করলে এবং হোটঅ্যাপ নাম্বারে টেক্স দিলে ও কোন উত্তর পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার ও ভাতা কার্যক্রম বাস্তবায়ন কমিটির সভাপতি রাসেল ইকবাল বলেন, আমি সাত দিন হল নতুন যোগদান করেছি, তাদের জেলা অফিসারের সাথে বলেন, বিষয়টি আমি খোঁজখবর নিবো।
জেলা সমাজসেবা উপপরিচালক এ এস এম আলী আহসান বলেন, আমার কাছ থেকে এ পর্যন্ত কোন ছুটি নেয়নি। আপনাদের মাধ্যমে জানতে পারলাম, আগামী তিন দিনের মধ্যে জবাব চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিবো। পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হইবে।তবে অসুস্থ হলে ছুটি নিতে হয়। চাকরি করতে হলে সরকারি বিধি নিষেধ মেনে চলতে হবে।