গতকাল ৮ জুন শনিবার বেলা ১১ টায় গোয়ালন্দ উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমির সেবা সপ্তাহ ২০২৪ পালিত হয়েছে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি মোঃ শফিকুল ইসলামের এর সঞ্চালনায় রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোরশেদা খাতুন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সী, পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ থানার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন
আমন্ত্রিত অতিথি, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।