রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোবাইল কোর্টের অভিযানে আসাদ শেখ নামে এক মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছে। সে ওই এলাকার আব্দুল লতিফ শেখের ছেলে।
সোমবার সকালে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ছোট ঘিকমলা গ্রামে এ অভিযান পরিচালনা করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভুমি) এহসানুল হক শিপন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক নাছির উদ্দিনের নেতৃত্বাধীন টীমের নিকট নেশাগ্রস্ত অবস্থায় আটক হন। পরে মোবাইল কোর্ট পরিচালনা পূর্বক মাদকদ্রব্যদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা জরিমানা আরোপ করা হয়।