ফরিদপুরের সালথা উপজেলায় পেঁয়াজ চাষিদের উৎপাদন কার্যক্রমে উৎসাহ দিতে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার রামকান্তপুর ইউনিয়নের নারানদিয়া মাঠে এ ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষি ব্যাংক সালথা বাজার শাখার ব্যবস্থাপক সৈয়দ সোহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ফরিদপুর বিভাগীয় মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান ফকির, মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. আব্দুর রশীদ মোল্যা এবং সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাসসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে উপজেলার চারটি ইউনিয়নের মোট ৪০ জন পেঁয়াজ চাষির মাঝে এক বছর মেয়াদি কৃষিঋণের চেক বিতরণ করা হয়।