জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে নেতৃত্বদানকারী কাজী রিয়াজুল ইসলাম (রিয়াজ) কে আহ্বায়ক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলার শাখার আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
রবিবার রাত আনুমানিক দশটায় কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ, যুগ্ন সম্পাদক হাসিব আল হাসান ও সংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম স্বাক্ষরিত ২১৬ সদস্য বিশিষ্ট এই কমিটি “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন” এর ফেসবুক পেজ এ প্রকাশ করা হয।
কমিটিতে সিনিয়র যুগ্ন আহ্বায়ক করা হয়েছে এনামুল চৌধুরীকে এবং সদস্য সচিব করা হয়েছে আনিসুর রহমান সজলকে। এছাড়া মুখপাত্র হিসেবে রাখা হয়েছে কাজী জেবা তাহসিনকে ও মুখ্য সংগঠক করা হয়েছে মোহাম্মদ সোহেল ইসলাম কে।
কমিটি প্রকাশের পর অভিনন্দন জানিয়ে ফরিদপুরের সকল শ্রেণী পেশার মানুষকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের পোস্ট করতে দেখা যায়।