ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক পৌর মেয়র আশরাফুল আলম শিমুল। নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসন থেকে গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। সহকারী রিটার্নিং অফিসার ও মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কাছ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। শিমুল মিয়া গোপিনাথপুর গ্রামের খায়রুল বাকী মিয়ার ছেলে।