ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের কলাতলা গ্রাম থেকে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে চোরাই মোটরসাইকেল সহ আটক করেছে মধুখালী থানা পুলিশ।
২৩ ডিসেম্বর মঙ্গলবার রাত ৮ টায় গোপন সূত্রে খবর পেয়ে মধুখালী থানার ওসি ফকির তাইজুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল উপজেলার মেগচামী কলাতলা থেকে ঐ মোটরসাইকেল চোর চক্রের সদস্যকে মোটরসাইকেল সহ আটক করে।
আটককৃত চোর চক্রের সদস্য ওহিদুল ইসলাম মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার গোপালপুর গ্রামের মৃত শুকুর মোল্লার ছেলে।
বুধবার সকালে মোটরসাইকেলের মালিক সুরঞ্জন মিত্র বাদী হয়ে চোরের বিরুদ্ধে মামলা করেন মামলা নাম্বার -৮ তারিখ ২৪/১২/২৫।
পরে মধুখালী থানা পুলিশ চোরকে ফরিদপুর জেলা হাজতে প্রেরণ করেন।