1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :

গোপালগঞ্জ-১ আসন: মনোনয়নপত্র সংগ্রহ করলেন স্বতন্ত্র প্রার্থী ভুলু মিয়া

সোহেল রানা
  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০১৩ Time View

মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের স্বতন্ত্র প্রার্থী এম.আনিসুল ইসলাম (ভুলু মিয়া)। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে নিজ কর্মী ও সমর্থকদের নিয়ে জেলা রিটানিং কর্মকর্তা মো: আরিফ-উজ-জামানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

পরে তিনি জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম তারেক সুলতান ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। মনোনয়নপত্র সংগ্রহ করার পর এম.আনিসুল ইসলাম (ভুলু মিয়া) বলেন, ‘জনগণের আশা পুরণের লক্ষ্যে তিনি নির্বাচন করছেন। মানুষ অধিকার হারিয়ে ফেলেছেন।

এই নির্বাচনের মাধ্যমে মানুষ অধিকার ফিরে পেতে চায়। সে জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন জরুরী। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সাধারণ মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করতে চাই।

গরীব,দুখী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় অবদান রাখতে চাই। গোপালগঞ্জ-১ আসনের অবকাঠামোগত উন্নয়ন করতে চাই। জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তবে আমি তাদের সার্বিক প্রত্যাশা পুরনে সচেষ্ট থাকবো।’ উল্লেখ্য, আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে প্রার্থী হিসেবে আনিসুল ইসলাম প্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!