ফরিদপুর সদর উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে ফরিদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মেশরাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর এসিল্যান্ড মোঃ শফিকুল ইসলাম,কৃষিবিদ আনোয়ার হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়নের প্রণব পান্ডে, কোতোয়ালী থানার অপারেশন ওসি আব্দুল্লাহ শিকদার সহ ফরিদপুর সদর উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী বৃন্দরা উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বাদশা মিয়া, গেরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ এমার হক, চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিন মন্ডল, অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল আলম।
সভায় ফরিদপুর সদর উপজেলার আইনশৃঙ্খলার উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়। একই সাথে যৌতুক,বাল্যবিবাহ,ইভটিজিং, সন্ত্রাস প্রতিরোধ নারী নির্যাতন মাদক অবৈধ ভাবে বালু উত্তোলন প্রতিরোধে জন প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরে আলোচনা করা হয়। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ জনগণ ভোট প্রদানে উৎসাহ পায় এবং নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেজন্য জন প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার আহ্বান জানান হয়। একই সাথে এসব কাজে জনগণের সম্পৃক্ততা তুলে ধরে আলোচনা করা হয়।