পোলগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী থেকে গোডাউন ব্রিজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
রবিবার (১৩ জুলাই) সকালে চরপ্রসন্নদী স্বাধীন ফাউন্ডেশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চরপ্রসন্নদী-গোডাউন সড়কে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা অংশ নেন। অংশগ্রহণকারীরা হাতে হাতে ধরে প্ল্যাকার্ড প্রদর্শন করেন, যাতে সড়ক সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান লেখা ছিল।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় সজীব খন্দকার, ওমর মোল্লা, অনিক খানসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে সড়কটি অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। খানাখন্দে ভরা রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী ও যানবাহনচালকরা। বিশেষ করে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন।
”তারা আরও জানান, বর্ষা মৌসুমে সড়কটির অবস্থার আরও অবনতি ঘটে, ফলে পুরো রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। দ্রুত এ সড়ক সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।