মুকসুদপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ঘর-বাড়ি লুট করে নিয়েছে মাদক ব্যবসায়িরা।
ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারি ইউনিয়নের বাহাড়া গ্রামের খান পাড়ায়।
জানাগেছে, কামাল খান ও সুমন বাহাড়া এলাকার চিহ্নিত মাদক কারবারী এ কাজে বাধা দেয় বাহাড়া খান পাড়ার আউয়াল খানের ছেলে আযম খান। পরে একই গ্রামের শহর আলীর ছেলে সুমনরে নেতৃত্বে ৩০/৩৫ জন মিলে ঐ গ্রামের হাচান মাতুব্বরের তিন ছেলে সৈয়দ, জামাল ও আতিয়েরের বাড়ির উপর সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ি-ঘর লুট করে। দু’টি গরুসহ প্রায় পাচ লাখ টাকার মালামাল লুট হয়। মাদকব্যবসায়ি কামাল বাহাড়া গ্রামের তফছির খানের ছেলে ও সুমন একই গ্রামের শহর আলীর ছেলে। গত ২৪ জুন কাশিয়ানি আর্মি ক্যাম্পে সৈয়দ শেখ বাদী হয়ে অভিযোগ দায়ের করে। পরে আবারও ৪ জুলাই বাড়ি-ঘরের উপর হামলা করে ঐ মাদক কারবারীরা।
আরো জানাগেছে, কামাল ও সুমন ২০২০ সাল থেকে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছ। এরা আওয়ামী লীগের লোক দলীয় ক্ষমতা খাটিয়ে দীর্ঘ দিন মাদক ব্যবসা করে আসছে।
বাহাড়া গ্রামের খান পাড়ার আযম খান নামের এক ভুক্তভোগী বলেন, কামাল খান ও সুমন বাহাড়া এলাকার চিহ্নিত মাদক কারবারী। ব্যবসায় বাধা দিলে শুরু হয় আমাদের উপর অত্যাচার লুট করে বাড়ি-ঘর প্রায় পাচ লাখ টাকার মালামল। এখন আমরা বাড়ি যেতে পারচ্ছি না কামাল ও সুমনের ভয়ে দেখলেই মারার জন্য ধাওয়া করে এই সন্ত্রাসীরা। আমরা এই মাদক কারবারীদের আইনের আওতায় নেওয়ার জন্য প্রশাসনের উপর হস্তক্ষেপ কামনা করছি।
কামাল ও সুমনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তারা মাদক ব্যবসার কথা অস্বীকর করে বলেন, আমাদের গ্রামে গ্রুপিং আছে তাই মিথ্যা তথ্য দিয়ে আমাদেরকে ফাসানোর চেষ্ঠা করছে ।