ফরিদপুরের নগরকান্দায় দক্ষিণ রসুলপুর বাজারের কমিটি গঠনের আলোচনা সভায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) বিকালে এক ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দেলোয়ার ফকিরের ছেলে নগরকান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ রসুলপুর বাজারের কমিটি গঠনের আলোচনা সভা ডাকা হয়। আলোচনা সভায় বাজারের ব্যবসায়ী ও এলাকার লোকজন অংশ নেয়। কিন্তু তালমা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল বাশার ফকো (৫২), সহ মুকুল শেক(৩৮), হাবি শেক (৩৯), শামীম শেক (৩৬) ও মিজানুর রহমান টাল্টু (৪০) কোন আলোচনা ছাড়াই বাজার কমিটি গঠনের নাম ঘোষণা করে।ব্যবসায়ী দেলোয়ার ফকির বাজার কমিটির নাম ঘোষনাকালে প্রতিবাদ করিলে আবুল বাশার ফকো তার সহযোগীদের হুকুম দেয় তৎক্ষনাত হাবি শেখ ও আবুল বাশার ফকোর অন্যান্য সহযোগিরা হাতুড়ি, বাটাম ও বাশ দিয়ে ব্যবসায়ী দেলোয়ার ফকিরকে হত্যার উদ্দেশ্য আঘাত করে।
লক্ষ্যভ্রষ্ট হইয়া দেলোয়ার মাটিতে পড়ে গেলে আবুল বাশার ফকোর অন্যান্য সহযোগিরা ব্যবসায়ী দেলোয়ারের পায়ে, মাথায় গুরুতর আঘাত করে ও পকেটে রক্ষিত ৮০,৫৫০/- (আশি হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা জোরপূর্বক ছিনাইয়া নিয়ে যায়। দেলোয়ারের ডাক চিৎকারে তার ছেলে সাগর ফকির (২০) ও স্থানীয় লোকজন আগাইয়া আসিলে আবুল বাশার ফকো ও তার অন্যান্য সহযোগিদের সাথে থাকা মারাত্মক দেশীয় অস্ত্রসস্ত্র প্রদর্শণ করিয়া প্রাণ নাশের হুমকি প্রদান করিয়া ঘটনাস্থল ত্যাগ করিয়া চলিয়া যায়।
দেলোয়ারের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তার ছেলে ও স্থানীয় লোকজনের সহযোগীতায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ব্যবসায়ী দেলোয়ার বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ ব্যাপারে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ঘটনাটি আমি শুনেছি। সেখানে বাজার কমিটি নিয়ে বসেছিল এবং কেউ একজন বলেছিল চোরের সাথে আমরা বসবো না। এই নিয়ে তাদের মধ্যে ধাক্কা ধাক্কি ও কিল ঘুসি হয়েছে এতটুকুই জানি। ঘটনাটি জানার পরে আমি এস আই শহিদুলকে ঘটনাস্থলে পাঠিয়েছিলাম।
এ ব্যাপারে এস আই শহিদুল ইসলাম এর সাথে কথা হলে তিনি জানান, একটি অভিযোগ পেয়েছি এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তদন্ত করে বিস্তারিত পরে জানিয়ে দেওয়া হবে।