1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫ নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় স্বেচ্ছাসেবক দলের নেতা খুন” গোপালগঞ্জে শেখ সেলিম-কানতারা খানসহ ১১৮ জনের বিরুদ্ধে মামলা সালথায় কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ সালথা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বাবু অনন্ত বিশ্বাস ফরিদপুরে কোটি টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের এজেন্ট মালিক ফরিদপুরে তরুণীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় দুই যুবককে গুলি ফরিদপুরে বাসের হেলপার সাদ্দামকে হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন বিগত তিন জাতীয় নির্বাচনের সিইসিদের বিরুদ্ধে মামলা আওয়ামী লীগের মতো করলে একই দশা আমাদেরও হবে: মির্জা ফখরুল

স্বেচ্ছাসেবক দলের নেতা খুন” গোপালগঞ্জে শেখ সেলিম-কানতারা খানসহ ১১৮ জনের বিরুদ্ধে মামলা

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৫ Time View

গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার পাঁচ দিন পর  গোপালগঞ্জ-২ আসনের সাবেক এমপি শেখ ফজলুল করিম সেলিম-কানতার খানসহ ১১৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী রাবেয়া রহমান। গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নিহতের স্ত্রী রাবেয়া রহমান গোপালগঞ্জ সদর থানায় উপস্থিত হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেনঃ- ১। শেখ ফজলুল করিম সেলিম, পিতা-শেখ নুরুল হক, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামলীগ, গোপালগঞ্জ। ২। এস.এ মান্নান কচি (৬২), সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর (উত্তর) আওয়ামীলীগ, পিতা- মৃত রত্তন সরদার, সাং- বাবুরগাতি, থানা- গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ। ৩। মাহবুব আলী, সভাপতি আওয়ামীলীগ, গোপালগঞ্জ জেলা। ৪। জি.এম সাহাবুদ্দীন আজম, সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ, গোপালগঞ্জ জেলা। ৫। নাজমা আক্তার, পিতা-মোশাররফ খলিফা, সাবেক সভানেত্রী যুব মহিলালীগ, পাটগাতী টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ। ৬। কাবুল খলিফা, পিতা-মোশাররফ খলিফা, পাটগাতী টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ। ৭। মৃনালকান্তি রায় (৫৬), পিতা- সুঠন্য রায় চৌধুরী, সদস্য গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ। ৮। আবুল বাশার খায়ের, সভাপতি, আওয়ামীলীগ টুঙ্গীপাড়া উপজেলা, পিতা-লাল মিয়া শেখ। ৯। মোঃ বাবুল শেখ (৫০), সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ টুঙ্গীপাড়া উপজেলা, পিতা-মৃত ইস্কান্দার আলী কিনা শেখ। ১০। ইমামুল হাসান (৫৬), পিতা-বেলায়েত মুন্সি, গ্রাম-গোয়াল গ্রাম, কাশিয়ানী, গোপালগঞ্জ, ১১। ভরেন বিশ্বাস, সভাপতি আওয়ামীলীগ কোটালীপাড়া উপজেলা। ১২। আয়নাল হোসেন শেখ, পিতা- রাঙ্গা মিয়া শেখ, সাধারণ সম্পাদক, কোটালীপাড়া উপজেলা। ১৩। জাহাঙ্গীর মিয়া, সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ কাশিয়ানী উপজেলা। ১৪। রবিউল আলম সিকদার, পিতা-মৃত জবু শিকদার, সভাপতি, আওয়ামীলীগ মোকসেদপুর। ১৫। সাঈদুর রহমান টুটুল, পিতা-মৃত গোলাম সরোয়ার রতন, সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ মোকসেদপুর। ১৬। আবু ছিদ্দিক, পিতা- অজ্ঞাত, সাধারন সম্পাদক, আওয়ামীলীগ সদর উপজেলা গোপালগঞ্জ। ১৭। গোলাম কবীর, পিতা- অজ্ঞাত, সাধারণ সম্পাদক, পৌর আওয়ামীলীগ, গোপালগঞ্জ, ১৮। আলিমুজ্জামান বিটু, পিতা-মৃত আলমগীর হোসেন, সাধারন সম্পাদক, আওয়ামীলীগ পৌর গোপালগঞ্জ। ১৯। আনোয়ার হোসেন মুন্সি, পিতা- আবদুল শহীদ মুন্সি, সভাপতি, আওয়ামীলীগ পৌরসভা মোকসেদপুর। ২০। লুৎফর মোল্লা, পিতা- মৃত খোকা মোল্লা, সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ পৌরসভা, মোকসেদপুর। ২১। হোজ্জাত হোসেন লিটু মিয়া, পিতা-মৃত আব্দুর রাজ্জাক ধলা মিয়া, সিনিয়র সহ সভাপতি, মোকসেদপুর উপজেলা আওয়ামীলীগ, ২২। মনিরুজ্জামান মনি মৃধা (৫০), পিতা-ক্ষ্যাপু মৃধা, সাং-খায়েরহাট, জলকারপাড়া, কাশিয়ানি গোপালগঞ্জ, ২৩। কান্তারা খান (৪৫), পিতা-লেফটেন্যান্ট কর্ণেল (অব) ফারুক খান, সাং-পুরাতন মুকসুদুপুর, গোপালগঞ্জ এদের পূর্ব পরিকল্পনা ও যোগসাজশে আসামী ২৪। সাইফুল শেখ, সভাপতি, টুঙ্গীপাড়া পৌর আওয়ামীলীগ, পিতা-আব্দুল হামিদ শেখ, ২৫। ফয়সাল কবির কদর, পিতা-টুকু মোল্লা সাবেক চেয়ারম্যান গোবরা ইউনিয়ন। ২৬। আরিফুর রহমান টুটুল (৫০), পিতা-মৃত শেখ রুহুল আমিন, সাবেক চেয়ারম্যান গোবরা ইউনিয়ন। ২৭। জাফর হোসেন কালু (৫৫), পিতা-মৃত হানিফ মোল্লা, চেয়ারম্যান, লতিফপুর ইউনিয়ন ২৮। শুকুর আলী শেখ (৫০), পিতা-মঞ্জুর আলী শেখ, চেয়ারম্যান পাটগাতী ইউপি। ২৯। শেখ মোজাম্মেল হক টুটুল, পিতা-মৃত ফরিদ আহমেদ, সাবেক মেয়র টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ, ৩০। আহম্মেদ আলী মিনা ② দুলু (৫৫), পিতা-মৃত আঃ খালেদ মিনা, সদস্য কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ এদের প্রত্যক্ষ নির্দেশে এবং হুকুমে আসামী ৩১। আমীন মোল্লা (৪০), পিতা-হাশমত মোল্লা, গ্রাম-দক্ষিণ গোবরা, সদর থানা, গোপালগঞ্জ ৩২। শামীম মোল্লা (৪৫), পিতা-হাশমত মোল্লা, গ্রাম-দক্ষিণ গোবরা, সদর থানা, গোপালগঞ্জ ৩৩। মতিন মোল্লা (৩৫), পিতা-হাশমত মোল্লা, গ্রাম-দক্ষিণ গোবরা, সদর থানা, গোপালগঞ্জ ৩৪। রেদওয়ান মোল্লা (৩২), পিতা-হাশমত মোল্লা, গ্রাম-দক্ষিণ গোবরা, সদর থানা, গোপালগঞ্জ ৩৫। মুহিব হাওলাদার (২৮) (আমীন মোল্লার শ্যালক) কোটালীপাড়া। ৩৬। রাজু খাঁন (২৮), পিতা- মৃত ইমতিয়াজ আলী খান, যুগ্ম সম্পাদক, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ, সাং- ঘোষেরচর উত্তর পাড়া, থানা- গোপালগঞ্জ সদর, জেলা- গোপালগঞ্জ, ৩৭। সোহেল খাঁ (৩৫), আজমাইন শেখ, দক্ষিণগোবরা, সদর থানা, গোপালগঞ্জ, ৩৮। পাপ্পু (৩৫), পিতা-অজ্ঞাত, দক্ষিণগোবরা, সদর থানা, গোপালগঞ্জ, ৩৯। সামাদ (৩২), পিতা-কামরুল, দক্ষিণগোবরা, সদর থানা, গোপালগঞ্জ ৪০। ইউসুফ (৩০), পিতা-কামরুল, দক্ষিণগোবরা, সদর থানা, গোপালগঞ্জ ৪১। কামরুল ফকির (৫০), সাবেক মেম্বার, পিতা-অজ্ঞাত, দক্ষিণগোবরা, সদর থানা, গোপালগঞ্জ ৪২। ইমরান চৌধুরী (৫৫), পিতা-অজ্ঞাত, সাধারণ সম্পাদক, গোবরা ইউ, আওয়ামীলীগ, ৪৩। মারুফ চৌধুরী (৩৫), পিতা-ইমরুল চৌধুরী, দক্ষিণ গোবরা, সদর থানা, গোপালগঞ্জ ৪৮১ নোওশাদ মুন্সী (৫৫), পিতা-অজ্ঞাত, ভাটিয়াপাড়া, ৪৫। সোহাগ মোল্লা (৩০), পিতা-অজ্ঞাত, গোবরা, সদর থানা, গোপালগঞ্জ ৪৬। ইয়ার আলী মোল্লা (৫০), পিতা-অজ্ঞাত, গোবরা, সদর থানা, গোপালগঞ্জ ৪৭। বাধন চৌধুরী (৩৫), পিতা-মৃত আসাদ চৌধুরী, গোবরা, সদর থানা, গোপালগঞ্জ ৪৮। ইমন চৌধুরী (২৫), পিতা-মৃত আসাদ চৌধুরী, গোবরা, সদর থানা, গোপালগঞ্জ ৪৯। চয়ন চৌধুরী (৩০), পিতা-মৃত আসাদ চৌধুরী, গোবরা, সদর থানা, গোপালগঞ্জ ৫০। মুর্শিদ চৌধুরী (৩৫), পিতা-মুরাদ চৌধুরী, গোবরা, সদর থানা, গোপালগঞ্জ ৫১। মুসা কালিমুললাহ লিমন (৩৫), পিতা-অজ্ঞাত, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগ, নিলারমাঠ, সদর থানা, গোপালগঞ্জ, ৫২। নাঈম শেখ (৩০), পিতা-অজ্ঞাত, গোবরা, সদর থানা, গোপালগঞ্জ ৫৩। সুমন শেখ (৩০), পিতা-অজ্ঞাত, পাথালিয়া, সদর থানা, গোপালগঞ্জ ৫৪। শোয়েব আলী (৫৫), পিতা- আশ্রাফআলী মোল্লা, চর পাথালীয়া, সদর থানা, গোপালগঞ্জ ৫৫। বাবুল মোল্লা (৪০), পিতা- আশ্রাফআলী মোল্লা, চর পাথালীয়া, সদর থানা, গোপালগঞ্জ ৫৬। সজল মোল্লা (৩৫), পিতা- আশ্রাফআলী মোল্লা, চর পাথালীয়া, সদর থানা, গোপালগঞ্জ ৫৭। তাইজুল মোল্লা (৩৫), পিতা- আশ্রাফআলী মোল্লা, চর পাথালীয়া, সদর থানা, গোপালগঞ্জ ৫৮। আল আমীন শেখ (৩০), পিতা- জিকু শেখ, দক্ষিণ গোবরা, সদর থানা, গোপালগঞ্জ ৫৯। আরাফাত মোল্লা (৩০), পিতা-অজ্ঞাত, গোবরা ২নং ওয়ার্ড ইউপি মেম্বার। ৬০। ইমন মৃধা (৩০), পিতা-সাজ্জাদ মৃধা, দক্ষিণ গোবরা, সদর থানা, গোপালগঞ্জ। ৬১। শরীফুল মোল্লা, পিতা-লায়েক মোল্লা, গ্রাম-চরপাথালিয়া, থানা ও জেলা-গোপালগঞ্জ। ৬৩। দবী শেখ, পিতা-হাফেজ শেখ, ৬৪। বাবু মোল্লা, পিতা-শোয়েব মোল্লা, গ্রাম-অজ্ঞাত, ৬৫। শের আলী মোল্লা, পিতা-শফি মোল্লা, ৬৬। ফিরোজ মোল্লা (৫০), পিতা- রাজ্জাক মোল্লা, গ্রাম-চর পাথালিয়া, সদর থানা, গোপালগঞ্জ ৬৭। নওশের মোল্লা, পিতা-আবু বকর, গ্রাম-অজ্ঞাত, ৬৮। শরীফুল মোল্লা, পিতা-ইস্কান্দার মোল্লা, ৬৯। মঞ্জুর মোল্লা, পিতা- কাশেম মোল্লা, গ্রাম-পাথালিয়া, সদর থানা, গোপালগঞ্জ, ৭০। কাকা মিয়া (৪৮), পিতা-নুথু শেখ, গ্রাম-শ্রীরামকান্দি, থানা-টুঙ্গীপাড়া, জেলা-গোপালগঞ্জ। ৭১। আরাফাত শেখ (৩০), পিতা-ওয়াহাব আলী শেখ, গ্রাম-দক্ষিণ গোবরা, সদর থানা, গোপালগঞ্জ। ৭২। আমিনুল শেখ (৪৫), পিতা- হেমায়েত শেখ, গ্রাম-শ্রীরামকান্দি, থানা-টুঙ্গীপাড়া, জেলা-গোপালগঞ্জ। ৭৩। রাকিব খলিফা (৪২), পিতা- দিলু খলিফা, সাং- পাটগাতি দক্ষিণ পাড়া, থানা- টুঙ্গিপাড়া, জেলা- গোপালগঞ্জ। ৭৪। শাওন খলিফা (৩০), পিতা- সেরাজ খলিফা, সাং- পাটগাতি দক্ষিণ পাড়া, থানা-টুঙ্গীপাড়া, জেলা- গোপালগঞ্জ। ৭৫। সারজিল শিকদার (২৫), পিতা-সাইফুল শিকদার, সভাপতি, ছাত্রলীগ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ৭৬। নজরুল ইসলাম হিরা (৪০), সাবেক ভিপি, গোপালগঞ্জ সরকারী কলেজ, পিতা-মোঃ রফিক। ৭৭। অরিক রহমান (৩৫), পিতা-জাহিদুর রহমান, বাজার রোড, গোপালগঞ্জ। ৭৮। দিদার শেখ (৩৫), পিতা-আজমাইন শেখ, গ্রাম-দক্ষিণ গোবরা, সদর থানা, গোপালগঞ্জ, ৭৯। ইউসুফ খান (৩৫), পিতা-কামরুল খান, গ্রাম-দক্ষিণ গোবরা, সদরথানা, গোপালগঞ্জ, ৮০। রনি চৌধুরী (৪৫) পিতা- গঞ্জের চৌধুরী, দক্ষিণ গোবরা, থানা- সদর থানা, গোপালগঞ্জ। ৮১। রিপন মোল্লা (৩২), পিতা-অজ্ঞাত, দক্ষিণ গোবরা, সদর থানা, গোপালগঞ্জ, ৮২। অনিক মোল্লা (৩০), পিতা-জাকির মোল্লা, দক্ষিণ গোবরা, সদর থানা, গোপালগঞ্জ, ৮৩। জামাল মোল্লা (২৮), পিতা-অজ্ঞাত, দক্ষিণ গোবরা, সদর থানা, গোপালগঞ্জ, ৮৪। জাহাঙ্গীর শেখ (৩৬) পিতা-এনায়েত শেখ, ঘোনাপাড়া, সদর থানা, গোপালগঞ্জ, ৮৫। আলমগীর শেখ (৪০), পিতা- এনায়েত শেখ, ঘোনাপাড়া, সদর থানা, গোপালগঞ্জ, ৮৬। ফিরোজ মোল্লা (৫০), পিতা-রাজ্জাক মোল্লা, চরপাথালিয়া, সদর থানা, গোপালগঞ্জ, ৮৭। রাজিব মোল্লা (৩৮), পিতা-অজ্ঞাত, চরপাথালিয়া, সদর থানা, গোপালগঞ্জ, ৮৮। ঝুনু মোল্লা (৪৫), পিতা- আকা মোল্লা, চরপাথালিয়া, সদর থানা, গোপালগঞ্জ, ৮৯। আমিন সরদার (৩২), পিতা-হাবিল সরদার, চরপাথালিয়া, সদর থানা, গোপালগঞ্জ, ৯০। নিউটন মোল্লা (২৮), পিতা- শাহাদাত হোসেন মোল্লা, সভাপতি, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ, থানা- গোপালগঞ্জ সদর, জেলা- গোপালগঞ্জ, ৯১। আমির হামজা (২৫), পিতা- হানিফ কাজী, সাধারণ সম্পাদক, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ, থানা- গোপালগঞ্জ সদর, জেলা- গোপালগঞ্জ, ৯২। মফিজ মোল্লা (৫০), পিতা-বাকাদ্দেছ মোল্লা, গ্রাম-চরবয়রা, সদর থানা, গোপালগঞ্জ, ৯৩। মারফত মোল্লা (৩৮), পিতা-বাকাদ্দেছ মোল্লা, গ্রাম- চরবয়রা, সদর থানা, গোপালগঞ্জ, ৯৪। মফিজ শেখ (৩৬), পিতা- রেজাউল শেখ, দক্ষিণ গোবরা, সদর থানা, গোপালগঞ্জ, ৯৫। আরিফিন মোল্লা, পিতা-আকরাম মোল্লা, শ্রমীকলীগ নেতা- ঘোনাপাড়া, গোপালগঞ্জ, ৯৬। রহমান মোল্লা, পিতা-দুদু মিয়া, কৃষকলীগ নেতা, গোপালগঞ্জ, ৯৭। রমজান মোল্লা, পিতা-আকরাম মোল্লা, ছাত্রলীগ নেতা, গোপালগঞ্জ, ৯৮। নিজাম মৃধা, পিতা-আবুল মৃধা, শ্রমীকলীগ নেতা গোপালগঞ্জ। ৯৯। লিংকন মোল্লা (৩০), পিতা- মিলন মোল্লা, সাং- গিমাডাঙ্গা, থানা- টুঙ্গিপাড়া, জেলা- গোপালগঞ্জ। ১০০। রেজাউল বিশ্বাস (৪৫), পিতা- সাফি বিশ্বাস, সাং- গিমাডাঙ্গা, থানা- টুঙ্গিপাড়া, জেলা- গোপালগঞ্জ। ১০১। নুরুল কমিশনার (৪০), পিতা- আব্দুল হাই শেখ, সাং- গ্রাম- টুঙ্গিপাড়া, থানা- টুঙ্গিপাড়া, জেলা- গোপালগঞ্জ। ১০২। শেখ ওয়ালিদুর রহমান হীরা (৪৫), পিতা- শেখ আকরাম হোসেন, সাং- টুঙ্গিপাড়া, থানা- টুঙ্গিপাড়া, জেলা- গোপালগঞ্জ। ১০৩। শেখ কামরুজ্জামান টবা (৪৩), পিতা- শেখ আশরাফুল হক আমির মিয়া, সাং- টুঙ্গিপাড়া, থানা- টুঙ্গিপাড়া, জেলা- গোপালগঞ্জ। ১০৪। মোঃ আলিমুজ্জামান চৌধুরী (৫৮), পিতা- মৃত চৌধুরী বাকা মিয়া, সাং- গোবরা, থানা- গোপালগঞ্জ সদর, জেলা- গোপালগঞ্জ। ১০৫। সিজার শেখ (৩৬), পিতা- মৃত ইঙ্গু শেখ, সাং- দক্ষিণ গোবরা, থানা- গোপালগঞ্জ সদর, জেলা- গোপালগঞ্জ। ১০৬। সিহাব মোল্লা (৩২), পিতা- ছত্তার মোল্লা, সাং- দক্ষিণ গোবরা, থানা- গোপালগঞ্জ সদর, জেলা- গোপালগঞ্জ। ১০৭। আশরাফ মোল্লা ওরফে শের আলী মোল্লা (৪৭), পিতা- মৃত শফিউদ্দিন মোল্লা, সাং- চরপাথালিয়া, থানা- গোপালগঞ্জ সদর, জেলা- গোপালগঞ্জ। ১০৮। মোহাম্মদ মফিজুর রহমান (৩৩), পিতা- মৃত রোকন উদ্দিন, সাং- নিলফা, থানা- টুঙ্গিপাড়া, জেলা- গোপালগঞ্জ। ১০৯। বদর আলী (৩০), পিতা- ইকরাম মোল্লা, সাং- চরপাথালিয়া, থানা- গোপালগঞ্জ সদর, জেলা- গোপালগঞ্জ। ১১০। নিয়ামত মোল্লা (২৫), পিতা- একরাম মোল্লা, সাং- চরপাথালিয়া, থানা- গোপালগঞ্জ সদর, জেলা- গোপালগঞ্জ। ১১১। আলামিন চৌধুরী (৩৭), পিতা- সাফায়েত চৌধুরী, সাং- মৌপুর, থানা- মোল্লা হাট, জেলা- বাগেরহাট। ১১২। মোরাদ মোল্লা (৩৪), পিতা- ইকু মোল্লা, সাং- কুলিয়া, থানা- মোল্লার হাট, জেলা- বাগেরহাট। ১১৩। জনিক চৌধুরী (৩৪), পিতা- এনায়েত হোসেন চৌধুরী, সাং- মৌপুর, থানা- মোল্লার হাট, জেলা- বাগেরহাট। ১১৪। মিজানুর রহমান লাভলু (৫০), পিতা- মৃত হাজী ইদ্রিস আলী শিকদার, সাং- উত্তর গোবরা, থানা- গোপালগঞ্জ সদর, জেলা- গোপালগঞ্জ। ১১৫। মোস্তাফিজুর রহমান (৩৫), পিতা- মৃত মোল্লা আজিজুর রহমান, সাং- কুলিয়া, থানা- মোল্লার হাট, জেলা- বাগেরহাট। ১১৬। মোহাম্মদ সনেট (৩২), পিতা- শহিদুল ইসলাম শহিদ, সাং- কাশিয়ানী পূর্বপাড়া, থানা- কাশিয়ানী, জেলা- গোপালগঞ্জ। ১১৭। জানে আলম (৩০), পিতা-অজ্ঞাত, ভাটিয়াপাড়া, সদর থানা, গোপালগঞ্জ। ১১৮। রাকিব মুন্সি (৩৩), পিতা-সৈয়দ মুন্সি, ম্যানেজার, জামান মার্কেট, ঘোনাপাড়া, সদর থানা, গোপালগঞ্জ

মামলা সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর বিকেল ৪টায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী স্ত্রী-সন্তানসহ মা-বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে টুঙ্গিপাড়ার পাটগাতি যাচ্ছিলেন। তার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) সেলিমুজ্জামান সেলিমসহ কয়েকশ নেতা-কর্মীর গাড়িবহর ছিল। গাড়িবহরে ছিলেন শওকত আলী দিদারও। বহরটি বিকেল ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার চরপাথালিয়া এলাকায় পৌঁছামাত্র আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে গাড়িবহরে হামলা চালায়। এতে গাড়িবহরের লোকজন প্রাণভয়ে দিক?বিদিক ছোটাছুটি করলে আক্রমণকারীরা দেশীয় অস্ত্র টেঁটা, রামদা, বল্লম, চাইনিজ কুড়াল, ধারালো ছোরা ও লাঠিসোঁটা দিয়ে মারপিট শুরু করে। এ সময় শওকত আলী দিদারকে গাড়ি থেকে নামিয়ে লাঠি ও কাঠ দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে মহাসড়কের ঢালে ফেলে রাখা হয়।
নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা দিদারের স্ত্রী রাবেয়া রহমান বলেন, আমার স্বামী হত্যায় উপস্থিত নেতা-কর্মীদের কাছ থেকে বিস্তারিত জেনে ও স্বামীর দাফন শেষ করে মামলা দায়ের করলাম। আমি আমার স্বামী হত্যায় আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, দুপুরে বাদী নিজে উপস্থিত হয়ে ১১৮ জনের নাম উল্লেখ ও ১৪০০ থেকে ১৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন। আমরা মামলাটি আমলে নিয়ে রেকর্ডভুক্ত করেছি।
তিনি আরও বলেন, মামলা হওয়ার আগেই আমরা সন্দেহমূলকভাবে ১২ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছি। তারা হলেন- মো. আলীমুজ্জামান চৌধুরী, সিজার শেখ, শিহাব মোল্লা, আশরাফ মোল্লা, মো. মফিজুর রহমান, বদর আলী, নিয়ামত মোল্লা, আল-আমীন চৌধুরী, মুরাদ মোল্লা, জনিক চৌধুরী, মিজানুর রহমান লাভলু ও মোস্তাফিজুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
Developed By : JM IT SOLUTION