ব্যাংকের আর্থিক সেবা কার্যক্রম সম্পর্কে সকল শ্রেণি পেশার জনগণকে অবহিত করার জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের গোলচামটর শাখা আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর ) বিকাল সাড়ে ৪ টার সময় ফরিদপুর
রেফেলস ইন মোড় এলাকায় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ফরিদপুর গোলচামট শাখা অফিসে এ কর্মসূচি পালন করা হয়েছে।
এসময় ডিজিটাল লেনদেনের ব্যবহার ও উপকারিতা, ডিজিটাল ব্যাংকিং সার্ভিস, ইন্টারনেট ব্যাংকিং, ক্রেডিট ও ডেবিট কার্ড, ব্যাংকিং সেবার প্রয়োজনীয়তা/গুরুত্ব ও সেবা পাওয়ার উপায়, ন্যাশনাল ব্যাংকের সেবাসমূহ, ব্যাংক হিসাব খোলার কাগজপত্র, ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক মুদ্রা আহরণ, প্রবাসী আয় বৈধ পথে প্রেরণের লক্ষ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি, সঞ্চয়ের মানসিকতা ও স্কুল ব্যাংকিং সম্পর্কে আলোচনা করা হয়। এ কর্মশালায় ন্যাশনাল ব্যাংক লিমিটেড ফরিদপুর গোলচামট শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার মো. কবির হোসেন মিয়া সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ব্যাংকের সম্মানিত গ্রহক রেজাউল করিম রেজা সহ ব্যাংকের বিভিন্ন গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।