1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তীব্র শীতে জনজীবন অতিষ্ট, দুর্ভোগে নিম্নআয়ের মানুষ ফরিদপুর সদর উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ‌ ফরিদপুরে গ্রাহকের পাশে বেস্ট ইসলামী লাইফ ইনসুরেন্স: মৃত্যু দাবি চেক হস্তান্তর ফরিদপুরে ডেভিল হান্ট ফেজ-২, ৪৮ ঘণ্টায় ৫৮ জন গ্রেপ্তার পেঁয়াজ উৎপাদনে উৎসাহ দিতে সালথায় কৃষি ব্যাংকের ঋণ সহায়তা কাজী রিয়াজকে আহ্বায়ক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলার শাখার আহবায়ক কমিটি গঠন ফরিদপুর-১ আসনে বহিষ্কারাদেশ প্রত্যাহার ফের দায়িত্বে ফিরল বিএনপি ৭ নেতাকর্মী কাইজ্জ্যা-মারামারি বাদ দিয়ে কৃষিতে মন দিন” — ওসি বাবলু রহমান বালিয়াকান্দিতে প্রদর্শনীভুক্ত কৃষকদের কৃষি উপকরণ বিতরণ ফরিদপুর-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মাওলানা শাহ আকরাম আলী

বালিয়াকান্দিতে ভারতীয় নাগরিককে ভোটার তালিকায় নাম অন্তভুক্তির অপচেষ্টা

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৪৭ Time View

ভারতীয় নাগরিক হয়েও বাংলাদেশে এসে অবৈধ উপায়ে নাগরিক হওয়ার জন্য চেষ্টাসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও জমির দাবীর অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত ১৪ আগস্ট বালিয়াকান্দি উপজেলা নির্বাচন অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন বালিয়াকান্দি সদর ইউনিয়নের পূর্বমৌকুড়ী গ্রামের মৃত যদুনাথ সূত্রধরের ছেলে বাবলু সূত্রধর।

তিনি লিখিত অভিযোগে বলেন, আমার ছোট ভাই সুকুমার ওরফে কাদন বিগত ৫০ বছর পূর্বে বাংলাদেশ ত্যাগ করে ভারতে গমণ করে। সে ভারতেই স্থায়ীভাবে বসবাসরত। সে ভারতের নাগরিকত্বসহ ভোটার তালিকায় নাম, আধার কার্ড (নং- ৯১০৯২৭৭৫৫৭৩৫) এবং যাবতীয় বৈধ কাগজপত্র তার রয়েছে। তার পরিবারের অন্যান্যরা ভারতেই অবস্থান করছে। গত কিছুদিন পূর্বে সে ভারত থেকে সম্ভবত ভারতীয় পাসপোর্ট দিয়ে বাংলাদেশে আসে।

বাংলাদেশে এসে স্থানীয় কিছু নেতাদের সহযোগিতায় বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারিশ সনদপত্র গ্রহণ করে। বাংলাদেশের নাগরিক হওয়ার জন্য অবৈধ উপায়ে চেষ্টা চালিয়ে আসছে। সে ভারতের আধার কার্ডসহ অন্যান্য কাগজপত্রে তার নাম সুকুমার শর্মা এবং পিতার নাম যদুনাথ শর্মা উল্লেখ রয়েছে। কিন্তু আমরা আমার পিতার নামের পদবী ‘সরকার’ ও আমরা সকলেই ‘সূত্রধর’ পদবী দিয়ে থাকি। কিন্তু সুকুমার ওরফে কাদন তার ভারতীয় সমস্ত কাগজপত্র পদবী ‘শর্মা’ প্রদান করা, যাহা আমাদের পদবী নয়।

সে বাংলাদেশে এসে বিভিন্ন উৎশৃংখল লোকজনের সাথে যোগসাজসে আমার নিকট ৫ লক্ষ টাকা দাবী করছে। প্রকাশ করছে যে, যদি টাকা না দেই তাহলে সে আমাদের পিতার নামীয় বসত বাড়ীর ৩ শতাংশ জমির ভাগ দিতে হবে। বর্তমানে সে আমার পার্শ্ববর্তী পূর্বমৌকুড়ী গ্রামের কালীপদ সরকারের ছেলে মিন্টু সরকারের বাড়ীতে রয়েছে। এ ব্যক্তি প্রকৃত ভারতীয় নাগরিক হয়েও বাংলাদেশে নাগরিক হওয়ার জন্য অবৈধ উপায়ে প্রচেষ্টা চালিয়ে আসছে। যে কোন মুহুর্তে এ ব্যক্তি সন্ত্রাসী প্রকৃতির লোকজন দিয়ে আমাকে বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে বিধায় আপনার সহযোগিতা কামনা করছি। বসত বাড়ীর জমি ছাড়া আমার আর কোন জমি-জমা নাই।

আমি আমার বসত বাড়ীর সম্মুখে একটি ছোট্ট চায়ের দোকান করে কোন রকম জীবিকা নির্বাহ করি। বিষয়টি সদয় বিবেচনা পূর্বক জরুরী ভিত্তিতে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ গ্রহণের দাবী জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!