রিদপুরের সদরপুরে কুরআনুল করীমের ছবক প্রদান উপলক্ষে এসলাহী মজলিশ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ আগষ্ঠ বৃহস্পতিবার বাদ মাগরিফ উপজেলার বাবুরচর বাজারে অবস্থিত তালিমুস সুন্নাহ হিফযুল কুরআন মাদ্রাসায় মাহফিল অনুষ্ঠিত হয়।
অত্র মাদ্রাসার মুহতামীম মুফ্তী আখতার হোসাইনের সার্বিক পরিচালনায় আমন্ত্রীত ওলামায়েকেরাম মাওলানা মোশাররফ হোসেন ও মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকীর কাছ থেকে ৪৭ জন শিক্ষার্থী কুরআনুল করীমের ছবক গ্রহন করেন। এর মাঝে ৩৫ জন কুরআন ও ১৩ জন আমপাড়া গ্রহন করেছেন।
ওলামায়েকেরাম শিক্ষার্থীদের ছবক গ্রহনের সময় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন।
মানুষের ঈমান, আখলাক ও আমল নিয়ে সুন্দর জীবন পরিচালানার পরামর্শ দেন। পবিত্র কুরআন পাঠের বিভিন্ন আদব নিয়ে গুরুত্বপর্ন আলোচনা করেন।
মাদ্রাসার মুহতামীম মুফ্তী আখতার হোসাইন বলেন, তালিমুস সুন্নাহ হিফযুল কুরআন মাদ্রাসায় নাজেরা ও হিফজ বিভাগে আবাসিক ১৬০ জন শিক্ষার্থী রয়েছেন। ২৪ঘন্টা সিসি ক্যামেরায় মনিটরিংসহ মনোরম পরিবেশে শিক্ষার্থীদের থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। মাদ্রসার সর্বিক মান উন্নয়নের জন্য সকলের সহযোগীতা চাই।