ফরিদপুর থেকে ‘জুলাই ঘোষণাপত্র পাঠ’অনুষ্ঠানে অংশ নিতে ১৭ জুলাই যোদ্ধাদের নিয়ে ছেড়ে এসেছে স্পেশাল ট্রেন।
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ১৭ জুলাই যুদ্ধাদের নিয়ে ঢাকাগামী বিশেষ ট্রেন ভাঙ্গা স্টেশন ছেড়ে যায়।
স্টেশন ও স্থানীয় সূত্রে জানায়, জুলাই যোদ্ধাদের জন্য বরাদ্দকৃত বিশেষ ট্রেনটি ছয়শ ৭৬ আসন বিশিষ্ট। কিন্তু ট্রেনটি ছাড়ার সময় বগিগুলো ছিল ফাঁকা। বিশেষ এ ট্রেনে মাত্র ১৭ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়।
প্রত্যক্ষ্যদর্শী মো. সরোয়ার হোসেন বলেন, সকাল থেকেই বৃষ্টি। বিশেষ ট্রেনটি ছাড়ার সময় ফাঁকা ছিল। মাত্র ১৭ জুলাই যুদ্ধাকে নিয়ে বিশেষ ট্রেন ভাঙ্গা স্টেশন ছেড়ে যেতে দেখা যায়।
ভাঙ্গা স্টেশন মাস্টার জিল্লুর রহমান বলেন, ঢাকাগামী এ স্পেশাল ট্রেনটি বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উদ্দেশে ভাঙ্গা রেলস্টেশন ছেড়ে যায়। বিশেষ এ ট্রেনটিতে আসন সংখ্যা ছিল ৬৭৬। তবে ট্রেনটির অধিকাংশ বগি এবং আসন ফাঁকা ছিল।