জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ জান শরীফ মিঠুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠিত হয়েছে। গতকাল (মঙ্গলবার ৫ আগষ্ট) সকাল ৯ টায় ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লাবাড়ি সড়কে ২০২৪ জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ জান শরীফ মিঠুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন, পুলিশ সুপার আব্দুল জলিল, সিভিল সার্জন মাহমুদুল হাসান, ফরিদপুর রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল হালিম, ফরিদপুর ইসলাম এর সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার,কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক শাহাদুজ্জামান, সড়ক ও জনপদবিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার, জোনাল সেটেলমেন্ট অফিসার আশিক হাসান, ফরিদপুর জেলা নির্বাচন অফিসার তারেক আহমেদ, ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এ.এফ.এম. কাইয়ুম জঙ্গি, ফরিদপুর জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী সাইফ খান সাকিব, জুলাই যোদ্ধা সোহেল রানাসহ প্রমুখ ব্যক্তিবর্গ। এ সময় তারা শহীদের সমাধিতে পুষ্পকস্তবক অর্পণ করে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।দোয়া ও মোনাজাত পরিচালনা শাহ ফরিদ জামে মসজিদের পেশ ইমাম মওলানা আবুল কালাম আজাদ।এরপর শহীদ জান শরীফ মিঠুর পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা এ সময় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।