“বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট আয়োজিত জাতীয় ঐকমত্য গঠনের প্রক্রিয়ায় অংশিজনের মতামত শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুলাই (বৃহস্পতিবার) সকাল দশটায় ফরিদপুর শহরের মোল্লাবাড়ি সড়কে এনজিও ফোরাম কার্যালয়েএই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই)-এর প্রেসিডেন্ট, সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় রাষ্ট্র সংস্কার কমিশনের রূপরেখা তৈরির উদ্দেশ্যে অংশীজনদের কাছ থেকে মতামত গ্রহণ করা হয়। বক্তারা এ বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সৈয়দ মুদাররেস আলী ঈসা, ফরিদপুর জেলা জামায়াতে আমির প্রফেসর আবদুত তাওয়াব, প্রফেসর শাহজাহান, ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, বৈষমবিরোধী বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সোহেল রানা, মুখ্য সংগঠক আনিসুর রহমান সজল প্রমূখ।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন মোহাম্মদ ওয়াহিদুজ্জামান।
পরে বেলা দুইটায় মধ্যাহ্ন ভোজন এবং সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। ।