ফরিদপুর মাইক্রোবাস স্ট্যান্ডের দিবার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক প্রার্থী মিলন শেখ কে মারাত্মকভাবে কুপিয়ে যখম করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাত এগারোটার দিকে ফরিদপুরের গোয়ালচামট এলাকার মাইক্রোবাস স্ট্যান্ডের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী এবং আহতের অভিযোগ সূত্রে জানা যায়, ভোটারদের সঙ্গে কথাবার্তা শেষ করে ভাংগা রাস্তার মোড়ের দিকে রওনা দিলে ৪-৫টি মোটরসাইকেল যোগে হেলমেট পরিহিত অবস্থায় কয়েকজন দুর্বৃত্ত পেছনদিক থেকে এলোপাথারি কুপিয়ে মারাত্মক যখম করে লিখনকে। তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগে ভর্তি করা হয়।
কর্তব্যরত চিকিৎসক জানান, পিছন দিকে পিঠের কোপের গভীরতা দেখে মনে যাচ্ছে অল্পের জন্য ফুসফুস রক্ষা পেয়েছে।
এ প্রসঙ্গে কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল জানান,অফিসার ইনচার্জ এর নির্দেশে দ্রুত ঘটনাস্থল এ পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।