ফরিদপুরের পশ্চিম খাবাসপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমানে ভেজাল ঔষুধ, সাবান, শ্যাম্পু ,বাচ্চাদের সাবান ও স্কিন কেয়ার সামগ্রী জব্দ করা হয়েছে।
কোতয়ালী থানার মাওলানা আব্দুল আলী রোডে যৌথ বাহিনীর ধারাবাহিক অভিযানের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিকসহ বেশ কয়েকজন পালিয়ে গেলেও মিরাজ সিকদার নামে একজনকে আটক করতে সক্ষম হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মাওলানা আব্দুল আলী সড়ক রহিমের দোকানের মোড় নামক স্থানে জুয়েল মিয়ার বাসায় আজ(রবিবার ৬ জুলাই) বেলা সাড়ে সাড়ে ১১ টা থেকে শুরু করে সন্ধ্যা ৬ পর্যন্ত দীর্ঘ সময় ধরে কোতয়ালী থানা ও সেনাবাহিনীর যৌথ টিম এই অভিযান পরিচালিত করে।
এ সময় নকল ওষুধ, নকল কসমেটিক্স, শিশুদের ব্যবহার্য জিনিসপত্র, বেবি সোপ, বেবি শ্যাম্পু, কীটপতঙ্গ নিধনের ওষুধ সহ বিভিন্ন নামিদামি ব্রান্ডের কসমেটিক্স এর খালি প্যাকেট পাওয়া যায়।
এমনকি বিএসটিআইয়ের সিল, পণ্যের সঠিকতা নির্ণয়ের জন্য হলগ্রাম, এবং বিভিন্ন পণ্যের নাম খোদাই করে লেখার সরঞ্জাম উদ্ধার করা হয়।
ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি বলেন, কারখানার মালিক পালিয়ে গিয়েছে এবং একজনকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ব্যাপারে নিয়মিত মামলা রুজু করা হবে এবং কারখানাটি বন্ধ থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
একটা প্রসঙ্গে জানতে চাইলে ফরিদপুর জেলা ড্রাগ সুপার রোকনুজ্জামান বলেন, পরীক্ষা-নিরীক্ষার জন্য ওষুধ ও অন্যান্য সামগ্রীগুলো ল্যাবে পাঠানো হবে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে এগুলো সম্পূর্ণ নকল এবং অনুমোদনহীন।