ফরিদপুর জেলার সদর উপজেলার খোদাবক্স রোড, পূর্ব গোয়ালচামট এলাকায় এক অবসরপ্রাপ্ত পঙ্গু সৈনিকের বাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। অভিযোগকারীর দাবি, স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি ও তার সহযোগীরা তাকে হুমকি দিয়ে জোর জবরদস্তিতে জায়গা দখলের চেষ্টা চালাচ্ছেন।
অভিযোগকারী ছালাম শেখ (৭৪),পিতা-ফসরুল শেখ, সাং-পূর্ব গোয়ালচামট,পোষ্ট-শ্রী অঙ্গন,থানা-কোতয়ালী,জেলা-ফরিদপুর।একজন অবসরপ্রাপ্ত সৈনিক এবং পঙ্গু। তিনি দীর্ঘদিন ধরে ১০৩ নং গোয়ালচামট মৌজার বিএস ৬২৫,১৪৩৩ নং খতিয়ানের ৩৫৬৪ ও ১৬৫৪ নম্বর দাগে(৮.৬০+০২)মোট ১০.৬০শতাংশ বাড়িতে বসবাস করছেন। বার্ধক্য ও শারীরিক অক্ষমতার কারণে তিনি বর্তমানে কর্মক্ষম নন।
সালাম শেখ বলেন,গত ২৪ জুন সকাল ১০টায় কয়েকজন লোক এসে আমার সৃজনকৃত বৃক্ষদি কাটিয়া নিয়া,আমার বসতবাড়ী ভাংচুর করিয়া নতুন ঘর-বাড়ী নির্মাণ করিয়া জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করে। এলাকার লোকজন এসে নিষেধ করলে তারা চলিয়া যায়।এবং হুমকি দিয়ে যায় ভবিষ্যতে আরও বেশি লোক আসবে।
তিনি দাবি করেন, অভিযুক্তরা তাকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছেন।
অভিযুক্তদের মধ্যে স্থানীয় বিষু সাহা(৪৫)পিতা-তেলি সাহা ও শম্ভু সাহা(৩৫)পিতা-আশিব সাহা,উভয় সাং-পূর্ব গোয়ালচামট, পোস্ট-শ্রী অঙ্গন,থানা-কোতয়ালী,জেলা-ফরিদপুর। অভিযোগ রয়েছে,বিগত সরকারের আমলে কতিপয় প্রভাবশালী ব্যক্তির প্রভাব খাটিয়ে ও অর্থবলের জোরে তারা অবৈধভাবে সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছেন।
অভিযোগকারীর পরিবার জানিয়েছেন, তারা স্থানীয় ভাবে বিভিন্ন জায়গায় অভিযোগ করলেও এখনো তেমন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।বৃদ্ধ ও অসহায় এই সৈনিক দ্রুত প্রশাসনের সহায়তা কামনা করছেন এবং বাড়ি রক্ষায় আইনগত সহায়তা চেয়েছেন। স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেছেন।
এ বিষয় বিষু সাহা বলেন,জায়গা কম হওয়ার কারণে আমি যথাযথ আইন মানতে পারিনি,তবে ১৮ইঞ্চি রেখেছি। আমি তাদেরকে বলেছি কাজ করার সময় সানসেট এর কিছু অংশ ভেঙে দিবো,এবং আমার ৪তলা ভবনের পানি যাহাতে আমার জায়গায় উপর পড়ে তার ব্যবস্থা নিবো।