পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জনগনের নিরাপত্তা নিশ্চিতে ফরিদপুর শহরে মহড়া দিয়েছে কোতয়ালী থানা পুলিশের সদস্যরা।
বুধবার (১৯ মার্চ) বিকালে কোতয়ালী থানার ওসির (অফিসার ইনচার্জ) নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া বের করা হয়।
কোতয়ালী থানা থেকে বের হয়ে টেপাখোলা গিয়ে সেখান থেকে পুনরায় শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয় উক্ত মহড়া।
এ ব্যাপারে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আসাদুজ্জামান জানান, শহরে বসবাস কারী ও বাইরে থেকে যারা শহরে ঈদের মার্কেট করতে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিতে এই মহড়া দেওয়া হয়েছে। যাতে করে শহরবাসী নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন। এছাড়া অপরাধীরা যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য তৎপর রয়েছে পুলিশ। ঈদ পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকাবে বলেও জানান তিনি।