 
																
								
                                    
									
                                 
							
							 
                    ফরিদপুরের সদরপুরে গত শুক্রবার (৭ মার্চ ) সদরপুর ইউনিয়নের পূর্বশ্যামপুর গ্রামের বাসিন্দা মোঃ আয়নাল বেপারী তার জমি দখল নিতে গেলে তিনি বাধা দেন। এরই জের ধরে আয়নাল বেপারী ও তার স্ত্রী কন্যা সন্তানদের পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। তার অভিযোগ তার বড় ভাই কাঞ্চন বেপারীর নেতৃত্বে কাঞ্চনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর মধ্যযুগীয় কায়দায় নির্মম ভাবে হামলা চালায়।
এ ঘটনায় গুরুতর আহত হয়ে আয়নাল বেপারী ও তার পরিবারের লোকজন সদরপুর হাসপাতালে ভর্তি রয়েছে।
এ ব্যাপারে আয়নাল বেপারী জানান, তার পাশের বাসিন্দা কাঞ্চন বেপারী(৩০) ও দুলাল বেপারী(৫৫) দীর্ঘদিন তাদের বসত ভিটে দখলের চেষ্টা চালিয়ে আসছিলো। সকাল ৮টায় আমার বসত ভিটে জবর-দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ভাড়াটে লোকজন নিয়ে আমার ও আমার পরিবারের উপর হামলা চালায়। তিনি আরও বলেন, কাঞ্চন বেপারীর নেতৃত্বে তার লোকজন রিপন বেপারী (৪৫), রুবেল বেপারী(৩৫),সামু বেপারী(৬০), দেলো বেপারী(৩৫)সহ অজ্ঞাত আরও ১০/১২ জনকে নিয়ে দেশীয় অস্ত্র লোহার রড়, বাশের লাঠি নিয়ে হামলা করে। আমি আইনগত ব্যবস্থার জন্য সদরপুর থানার একটি লিখিত অভিযোগ দাখিল করেছি।
এদিকে হামলার শিকার কলেজ ছাত্রী ছামিয়া আক্তার জানান, আজ সকালে হঠাৎ পর্বপরিকল্পিতভাবে আমাদের জমি দখল করার জন্য এ হামলা করেন। আমাকে কাঞ্চন বেপারী লোহার রড় মাথায় বারি দিতে আসলে আমি হাত দিয়ে ঠেকাতে গিয়ে আমার হাত কেটে যায় তখন আমি মাটিতে পড়ে যায়। তখনই কাঞ্চন বেপারীর সাথে থাকা লোকজন আমার গায়ের কামিজ টানিয়া ছিরিয়া শ্লাতাহানি করে। বর্তমানে হামলাকারীরা আমার বাবাকে বিভিন্নভাবে হুমকী ধমকি দিচ্ছেন। এ কারণে আমি হাসপাতালে থেকেও পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোতালেব হোসেন জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।