1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে আর. জে. ন্যাচারাল হেলথ কেয়ার ও নোভাস ভিভো সোসাইটি’র উদ্বোধন সালথা প্রেসক্লাবের সভাপতি নাহিদ, সম্পাদক সাইফুল নির্বাচিত গেরদা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উত্তেজনা পূর্ণ খেলায় হাজারো দর্শকের উপস্থিতি সাতপাড়ে বিনামূল্যে ছানি অপারেশন শিবির অনুষ্ঠিত ফরিদপুরে প্রকল্প বাস্তবয়ান কর্মকর্তার ‘সম্পদের পাহাড়’: চাকরির ১২ বছরে করেছে ডুপ্লেক্স বাড়ি বিক্ষোভ-অবরোধে ভাঙ্গার মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট নরসিংদীর ইনডেক্স প্লাজা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাসির শাহ পরিচালনায় স্বস্তিতে ব্যবসায়ীরা রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫ সরকার আসে সরকার যায় কৃষকের ভাগ্যের কোন পরিবর্তন হয় না-শহিদুল ইসলাম বাবুল সালথায় খেলাফত মজলিসের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

সালথায় পানির তীব্র সংকটে দুশ্চিন্তায় চাষীরা

সালথা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৪১৭ Time View

পাট পেঁয়াজের রাজধানী খ্যাত ফরিদপুরের সালথা উপজেলা। এখানে আবাদ যোগ্য প্রায় সব জমিই তিন ফসলি। তবে পাট ও পেঁয়াজ মৌসুমে এখানে মাঠের পর মাঠ শুধু পাট আর পেঁয়াজ চোখে পড়ে। চলতি পাট মৌসুম প্রায় শেষের দিকে। বর্তমানে পাট কাটা, পঁচানো, আঁশ ছাড়ানো, শুকাতে ব্যস্ত সময় পার করছে চাষিরা। তবে মৌসুমের মাঝামাঝিতে অতিরিক্ত তাপমাত্রা ও খড়ার কারনে পাট গাছ নষ্ট, বীজ ও সারের দাম বৃদ্ধি, শ্রমিকের মজুরী বৃদ্ধি, পাট পচানোর পানির তীব্র সংকটে দেখা দিচ্ছে। অপরদিকে উৎপাদন ব্যায় বৃদ্ধির সাথে আয় কম হওয়ার কারনে দুশ্চিন্তায় পাট চাষীরা।
জানা যায়, উপজেলার আটটি ইউনিয়নে মোট চাষযোগ্য আবাদি জমি প্রায় সাড়ে ১২ হাজার হেক্টর। চলতি পাট মৌসুমে প্রায় ১২ হাজার ২শত হেক্টর জমিতে পাট চাষ হয়েছে যা মোট জমির ৯০ ভাগেরও বেশি। শতকরা ৯০/৯৫ ভাগ কৃষক পাট চাষ করে থাকেন। এই উপজেলা প্রায় প্রতিটি পরিবার পাট চাষাবাদের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। উপজেলা কৃষি অফিস, উপজেলা কৃষি স¤প্রসারণ অফিস ও উপজেলা সহকারী পাট উন্নয়ন করকর্তার কার্যালয় থেকে নিয়মিত পাট চাষিদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। কৃষিতে আধুনিকতার ছোয়া তেমন লাগে নাই। এখনও সেই প্রকৃতির উপর নির্ভর করতে হয়।
চলতি মৌসুমের শুরুতে আবহাওয়া কিছুটা সহনশীল থাকলেও মাঝামাঝি সময়ে অনাবৃষ্টি, খড়া ও অধিক তাপমাত্রার কারনে মাঠের পাট শুকিয়ে গেছে। কিছু কিছু এলাকায় সেচ দেওয়া সম্ভব হয় নাই তাছাড়া পাট গাছ খাটো খাটো রয়ে গেছে। বীজ ও সারের দাম বৃদ্ধি, শ্রমিকের দাম বৃদ্ধি ও শ্রমিক সংকট, বর্তমানে পাট পচানোর পানির তীব্র সংকট সব কিছু মিলে উপজেলার পাট চাষিদের উদপাদন ব্যায় বৃদ্ধি পেয়েছে। সরকার থেকে যে পরিমান প্রনোদনা দেওয়া হয় তা পরিমানে খুবই কম। সব কিছু মিলে পাটের বাজার দাম বৃদ্ধি না পেলে পাট চাষে আগ্রহ হারাবে কৃষক।
ফরিদপুর জেলা পাটচাষি সমিতির সভাপতি মোঃ মোক্তার মোল্যা বলেন, আমি প্রায় ১১ বিঘা জমিতে পাট চাষ করেছি। বর্তমানে ১ বিঘা (৫০ শতক) জমিতে পাট চাষ করতে আমাদের খরচ হয়েছে ৪৫/৫০ হাজার টাকা। বর্তমানে পানির অভাবে পাটের রং নষ্ট হয়ে গেলে পাটের ভাল দাম পাবো না। সেক্ষেত্রে উৎপাদনে আয় হবে প্রায় ৩৫/৪০ হাজার টাকা। সব মিলে আমাদের লোকসান হবে। পাটের বাজার দাম বৃদ্ধি, সার ও বীজের দাম কমানো এবং মাঠ পর্যায়ে পাট চাষিদের প্রনোদনা দিলেই কৃষকের মুখে হাসি ফুটবে।
উপ-সহকারী পাট কর্মকর্তা মোঃ আব্দুল বারী বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, কৃষিতে সরকারের ব্যাপক প্রনোদনা ও ভর্তুকি দিচ্ছে। চলতি মৌসুমে প্রাকৃতিক দূযোর্গ এর কারনে সালথা উপজেলায় এবারেও ইন্ডিয়ান পাটবীজ যারা ব্যবহার করছে সে পাটগাছ মারা যাচ্ছে। তবে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং স¤প্রাসারণ প্রকল্পের আওতায় থেকে সরকার যে পাটবীজ দিয়েছে বিজেআরআই -৮ তা। কোথাও মারা যাওয়ার সংবাদ পাই নাই। আমি নিয়মিত ভাবে পাট চাষিদের সাথে যোগাযোগ রাখছি। তাছাড়া প্রকল্পের মাধ্যমে এবার পরীক্ষা মুলকভাবে আট জন চাষীর মাঝে নতুন পাট পচন পদ্ধতি চালু করবো। তাছাড়া ও আমাদের তালিকাভুক্ত চাষীদের পাটের ক্ষতি হলে তা আমরা আমাদের অধিদপ্তর সাথে করে কি ভাবে ক্ষতিপুরন করা যায় তা ব্যবস্থা করা হবে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুদর্শণ সিকদার বলেন, সাধারনত পাট ১২০ দিনে কর্তন করতে হয়। এক্ষেত্রে জেআরও ৫২৪ ও বিজেআরআই তোষা পাট ৮ জাতটি ১২০ দিন হলেই কর্তন করা উচিত, কিন্তু ১২০ দিনের অধিক সময়ে কর্তন করলে আশের পরিমান ও মান কমতে পারে। সেক্ষেত্রে জলাশয় সমস্যা বা পাট পচাতে পানির ঘাটতি দেখা দিলে রিবং রেটিং পদ্ধতিতে স্থানীয় জলাশয়ে পাট পচানো যেতে পারে। পাট অধিদপ্তর এর সহযেগিতায় রিবং রেটিং পদ্ধতি কৃষকদের সরাসরি মাঠে প্রদর্শনের ব্যবস্থা করা হবে। পানির সমস্যা মেটানোর জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কৃষকদের আলোচনা ও সম্মিলিত সহযোগিতার ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!