গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্বরন ও গনঅভ্যূথানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
বুধবার ২৭ নভেম্বর সকালে মুকসুদপুর সরকারী সাবের মিয়া জসিমুদ্দিন (এস জে) উচ্চ বিদ্যালয়ের হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে । শহীদদের স্মরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক শুনীল চন্দ্র মন্ডল।
প্রধান শিক্ষক শুনীল মন্ডল তার বক্ত্যবে বলেন,যে সমস্ত শিক্ষার্থী নিহত ও আহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সরকার ও সকল প্রকার পেশার মানুষের সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ করেন।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,অত্র স্কুলের সহকারী প্রধান শিক্ষক মহিতোষ মন্ডল, প্রেসক্লাব মুকসুদপুর এর সভাপতি মোঃ আমজাদ হোসেন আমোদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াসিম মিয়া, সদস্য মোঃ বজলু দরানী, অনুষ্ঠানটি পরিচালনা করেন সকারী শিক্ষক শুকদেব পোদ্দার, এসময় অত্র স্কুলের সকল শিক্ষক বৃন্দ, শিক্ষার্থী বৃন্দ ও ছাত্র অভিভাবক উপস্থিত ছিলেন।
এরপর প্রধান শিক্ষক অত্র স্কুলের এসএসসি নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। ১৮৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেন। রেজাল্ট মান সম্মত হয়েছে বলে প্রধান শিক্ষক শুনীল চন্দ্র মন্ডল জানান।