মুকসুদপুরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বদলিজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ (বৃহস্পতিবার ২১ নভেম্বর) মুকসুদপুর অফিসার্স ক্লাবের উদ্যোগে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মুকসুদপুর অফিসার্স ক্লাবের সভাপতি ও মুকসুদপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে মুকসুদপুরের আট কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
বিদায়ী কর্মকর্তারা হলেন : মোহাম্মদ আসাদুজ্জামান নূর -সহকারী কমিশনার (ভূমি), খায়রুল ইসলাম -সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, মোঃ শহীদুল ইসলাম -উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মোঃ মিরাজ হোসেন -উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, বাসুদেব সরকার -উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, মোঃ ফাইজুল ইসলাম -প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোঃ সাইদুর রহমান -উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মোঃ মামুন হুসাইন শাখা ব্যবস্থাপক পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সমাজ সেবা অফিসার মোশাররফ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর অফিসার্স ক্লাবের সকল সদস্যরা। অফির্সাস ক্লাবের সভাপতি আজিজুর রহমান বিদায়ীদেরকে বলেন, আপনাদের জন্য দোয়া করি সুস্থ্য থাকবেন এবং দীর্ঘজীবি হয়ে দেশ ও জাতির মানব কল্যানে কাজ করবেন।