গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি কবরস্থানের রাস্তা নির্মাণের জন্য টাকা উত্তোলন করা হয় হয়। কিন্তু ৩ বছর পার হলেও শুরু হয়নি রাস্তা নির্মাণের কাজ। এতে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। উপজেলার আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বিশ্বাস বাদলের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।
জানা গেছে, ‘কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি এম এ গফুর পাইকের বাড়ি থেকে কবরস্থানের রাস্তাটি মাটি ও ইটের সোলিং দ্বারা উন্নয়ন’ প্রকল্পের জন্য ২০২১-২২ অর্থবছরে ১ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। প্রকল্পটির কাজ শুরু না করেই সিপিসি সভাপতি হিসেবে ওই বছর ৭০ হাজার টাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বিশ্বাস বাদল। কিন্তু দীর্ঘ ৩ বছর পার হলেও কবরস্থানের রাস্তা নির্মাণ কাজ শুরু করেননি তিনি। এতে ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী।
প্রয়াত এম এ গফুর পাইকের পালিত ছেলে কামরুল ইসলাম বলেন, গফুর পাইক কোটালীপাড়া আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। ২০২১ সালে তৎকালীন জেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী বান্ধাবাড়ি বাজারে এসেছিলেন। ওই সময় তিনি গফুর পাইকের পরিবারের খোঁজ-খবর নেন এবং প্রতিশ্রুতি দেন গফুর পাইকের বাড়ি থেকে কবরস্থানের রাস্তাটি সংস্কার করে ইটের সোলিং করে দিবেন৷ এর কিছুদিন পর জানতে পারি রাস্তাটির জন্য বরাদ্দ হয়েছে। কাজটির সিপিসি সভাপতি হিসেবে আওয়ামী লীগ নেতা আতিকুজ্জামান বিশ্বাস রাস্তাটির কাজ করবেন। দীর্ঘদিন অতিবাহিত হলেও কাজ শুরু না করায় একাধিকবার আওয়ামী লীগ নেতা আতিকুজ্জামান বিশ্বাসকে বলা হলেও তিনি কোনো সদুত্তর দেয়নি। দ্রুত কাজটি শেষ করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই।
এ ব্যাপারে গোপালগঞ্জ জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী এ.টি.এম সাদিকুর রহমান বলেন, প্রকল্পটির সিপিসি সভাপতি আতিকুজ্জামান বিশ্বাস কাজ শুরু করার জন্য প্রথম কিস্তির ৭০ হাজার টাকা উত্তোলন করেছেন। এরপর তিনি কাজের কোনো অগ্রগতি জানাননি এবং এই বিষয়ে জেলা পরিষদে কোনো যোগাযোগ করেননি।
এ ব্যাপারে প্রকল্পটির সভাপতি আওয়ামী লীগ নেতা আতিকুজ্জামান বিশ্বাস বাদলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।