চাকরি স্থায়ী করে বৈষম্য দূর করার দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির পিচরেট কর্মচারী ও লাইন সাহায্যকারী শ্রমিকরা। একই দাবিতে রবিবার (২২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে তাদের কর্মবিরতি। রবিবার বেলা ১১টার দিকে শহরের গোয়ালচামটে ওজোপাডিকো কার্যালয় চত্বরে তারা এ কর্মসূচি পালন করে। বিক্ষোভ কর্মসূচি শেষে তারা নির্বাহী প্রকৌশলী ও বিভাগীয় প্রকৌশলীর কাছে স্মারকলিপি দেন তারা। স্মারকলিপি দেওয়ার পর সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তাদের অনেক কর্মীর বেতন মাসে তিন হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা। যা দিয়ে বর্তমান বাজারে সংসার চালানো সম্ভব না। আমাদের এই মজুরি পুনর্র্নিধারণ করতে হবে। একইসঙ্গে আমাদের মধ্য থেকে যোগ্যদের নিয়োগের মাধ্যমে শূন্যস্থান পূরণ করতে হবে। যারা দীর্ঘদিন ধরে একই পদে থেকে মানবেতর জীবনযাপন করছে তাদের চাকরি স্থায়ী করতে হবে। এ সময় অন্যদের মধ্যে পিচরেট শ্রমিক কল্যাণ সমিতির সহ-সভাপতি দোলোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জামান হোসেন প্রমুখ বক্তব্য দেন।