ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রথম বিভাগ ক্রিকেট লীগ শহরের শেখ জামাল স্টেডিয়ামে আজ (৮ জুন শনিবার) থেকে শুরু হয়েছে। প্রতিযোগিতায় মোট ১০ টি দলকে ২ গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ফরিদপুরের জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মোহম্মদ মোর্শেদ আলম। এসময় জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।