১ জুন শনিবার রাত ৯ টা ২০ মিনিটের সময় রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখার এসআই মো. হাসানুর রহমান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ি জেলার গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া বাজার এলাকা সংলগ্ন শহিদ মিনার এর সামনে থেকে হেরোইন বিক্রয় কালে মাদক কারবারি মোছা. শাহানাজ বেগম (৪৮), স্বামী—মো. সোবাহান শেখ, পিতা—মৃত মুরাদ হোসেন, সাং—উত্তর দৌলতদিয়া (লুৎফর এর বাড়ির ভাড়াটিয়া), থানা—গোয়ালন্দঘাট, জেলা—রাজবাড়ীকে ৫৫ (পঞ্চান্ন) পুরিয়া হেরোইন সহ আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে।
উদ্ধারকৃত হেরোইন এর ওজন ৫.৫ (পাঁচ দশমিক পাঁচ) গ্রাম, যার অবৈধ বাজার মূল্য অনুমান ৫৫,০০০/—(পঞ্চান্ন হাজার) টাকা। ধৃত আসামীর বিরুদ্ধে এতো পূর্বে আরো ০৪ টি মামলার তথ্য পাওয়া যায়। উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ি গোয়ালন্দঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।